অবাক লাগলেও সত্যি! Samaung-এর অর্ধেক দামে ফোল্ডেবল ফোন আনছে Tecno

এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি Tecno Phantom V Fold 2 5G এবং Tecno Phantom V Flip 2 5G। তবে বাজারে আসার আগে হ্যান্ডসেট গুলির দাম ফাঁস হয়েছে। টেকনোর এই ফোল্ডেবল ডিভাইসগুলি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

Tecno-Phantom-V-Fold-2-And-V-Flip-2-Prices-Leaked-Before-Launch

Tecno Phantom V Fold 2 5G এবং Tecno Phantom V Flip 2 5G ফোল্ডেবল স্মার্টফোনগুলি ঘানায় প্রি-অর্ডারের জন্য 19 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত উপলব্ধ ছিল। যদিও প্রি-অর্ডার শেষ হওয়ার পর কয়েক দিন কেটে গেছে, তবে ব্র্যান্ডটি এখনও আনুষ্ঠানিকভাবে এই ফোল্ডেবলগুলি লঞ্চ করেনি, এমনকি Tecno Phantom V Fold 2 5G এবং Tecno Phantom V Flip 2 5G হ্যান্ডসেটের লঞ্চের তারিখটিও ঘোষণা করা হয়নি। যদিও এগুলি শীঘ্রই বাজারে আসবে, তবে হ্যান্ডসেট দুটির দাম জানতে অফিসিয়াল লঞ্চের জন্য আর অপেক্ষা করতে হবে না। একটি সূত্র মারফৎ উভয় ডিভাইসের দাম প্রকাশ্যে এসেছে।

Tecno Phantom V Fold 2 5G এবং Tecno Phantom V Flip 2 5G ফোনের দাম (সম্ভাব্য)

স্পিলসামবিনসের রিপোর্ট অনুসারে, ক্ল্যামশেল ফোল্ডেবল টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 2 হ্যান্ডসেটের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 9,800 ঘানাইয়ান সিডি (প্রায় 52,700 টাকা)। অন্যদিকে, বুক-স্টাইলের ফোল্ডেবল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনের আরও প্রিমিয়াম 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ বিকল্পটি 16,550 ঘানাইয়ান সিডি (প্রায় 89,000 টাকা) এ পাওয়া যাবে।

এই দামগুলি নির্দেশ করেছে যে, টেকনো আবারও তাদের ফোল্ডেবলগুলিকে মূলধারার ব্র্যান্ডগুলির তুলনায় আরও সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে অফার করবে। উদাহরণ স্বরূপ, বুক-স্টাইলের Samsung Galaxy Z Fold 6 ফোনের দাম 1,800 ডলার (প্রায় ১,৫১,০০০ টাকা), যেখানে এবছর লঞ্চ হওয়া মোটোরোলার সবচেয়ে সস্তা ক্ল্যামশেল ফোল্ডেবলটির দাম 700 ডলার (প্রায় 58,715 টাকা) থেকে শুরু।

Tecno Phantom V Fold 2 এবং Tecno Phantom V Flip 2 ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফিকেশনের মাধ্যমে বুক-স্টাইল ফোল্ডেবলটির কিছু মূল বৈশিষ্ট্য জানা গেছে।

Phantom V Fold 2 ফোনে 2,637 এমএএইচ এবং 2,973 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ডুয়েল-সেল ব্যাটারি থাকবে, যা এটিকে 5,610 এমএএইচ-এর মোট ক্ষমতা প্রদান করবে। সাধারণ ক্ষমতা প্রায় 5,700 এমএএইচ হতে পারে, যা Vivo X Fold 3 Pro ফোনের মতো এবং Galaxy Z Fold 6 হ্যান্ডসেটের থেকে প্রায় 1,300 এমএএইচ বেশি। ফোনটি 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে, এটি এর পূর্বসূরির 45 ওয়াট চার্জিং ক্ষমতা থেকে একটি আপগ্রেড। পারফরম্যান্সের ক্ষেত্রে, Tecno Phantom V Fold 2 এবংTecno Phantom V Flip 2 যথাক্রমে MediaTek Dimensity 9000 Plus এবং Dimensity 8050 চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে।