টেলিকম

বাংলায় নতুন রিচার্জ প্ল্যান আনল BSNL, সিম চালু রাখতে প্রতিদিন খরচ মাত্র 2 টাকা

Published on:

Bsnl brings new gp2 recharge plan for west bengal circle keep sim active at rs 2 per day

BSNL-এর পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলে জারি হল নতুন মোবাইল ট্যারিফ। কোম্পানিটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের আপডেটেড রিচার্জ প্লানের তালিকা শেয়ার করেছে। যদিও বিএসএনএলের অনেক রিচার্জ, দেশের বিভিন্ন টেলিকম সার্কেলে সামঞ্জস্যপূর্ণ, যার অর্থ আপনি যেখানেই থাকুন না কেন এই প্ল্যানগুলি উপভোগ করতে পারবেন।

এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্ল্যান হল কোম্পানির ৯০ দিনের প্ল্যান, যার দাম মাত্র ২০১ টাকা। এই প্ল্যানে প্রতিদিন প্রায় ২ টাকা খরচ করে সিম অ্যাক্টিভ রাখা যাবে। এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে, যারা বাজেট-বান্ধব বিকল্প খুঁজছেন এবং বেশি দিনের ভ্যালিডিটি চান।

BSNL এর এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে, ব্যবহারকারীরা ভারতের যেকোনও নম্বরে কল করার জন্য ৩০০ মিনিট, মোট ৬ জিবি ডেটা এবং ৯৯টি এসএমএস পাবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, এটি বিশেষভাবে জিপি২ (গ্রেস পিরিয়ড ২) এর গ্রাহকদের জন্য উপলব্ধ। অর্থাৎ যাদের সিমের মেয়াদ ৮ থেকে ১৬৫ দিনের মধ্যে শেষ হয়ে গেছে।

নিয়মিত ব্যবহারকারীদের জন্য, ৯০ দিনের এই প্ল্যানটির খরচ ৪১১ টাকা। যেখানে ভারত জুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলের সুবিধা রয়েছে। সাথে বিনামূল্যে জাতীয় রোমিংও। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস উপভোগ করতে পারবেন। বিশদে জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

অন্যদিকে, গ্রাহকদের ডেটার চাহিদা মেটানোর জন্য জিও ৪৯ টাকার একটি ভাউচার এনেছে। যেখানে সারা দিন আনলিমিটেড ডেটা পাওয়া যাবে (ভ্যালিডিটি ১ দিন)। তবে FUP সীমা রয়েছে ২৫ জিবি পর্যন্ত। তার পর ইন্টারনেটের গতি কমে আসবে ২৫ কেবিপিএস- এ। এটি জিওর অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইট থেকে রিচার্জ করা যাবে।