Coolpad: 6000 টাকার মধ্যে স্মার্টফোন লঞ্চ করল কুলপ্যাড, রয়েছে 256 জিবি স্টোরেজ

মূলত কমদামি স্মার্টফোন তৈরির জন্য পরিচিত কুলপ্যাড। ভারতেও একসময় রমরমিয়ে বিক্রি হত চাইনিজ সংস্থাটির মোবাইল ফোন। এখন বাজারে কামব্যাকের লক্ষ্যে একটি নতুন মডেল নিয়ে হাজির…

Coolpad Grand View 50 Lite Launched Specs Price Features

মূলত কমদামি স্মার্টফোন তৈরির জন্য পরিচিত কুলপ্যাড। ভারতেও একসময় রমরমিয়ে বিক্রি হত চাইনিজ সংস্থাটির মোবাইল ফোন। এখন বাজারে কামব্যাকের লক্ষ্যে একটি নতুন মডেল নিয়ে হাজির হয়েছে তারা। যার নাম Coolpad Grand View 50 Lite। এটি সস্তায় প্র্যাকটিক্যাল ফিচার্সের সঙ্গে লঞ্চ হয়েছে। চলুন জেনে নিই, ফোনটির খুঁটিনাটি।

Coolpad Grand View 50 Lite: স্পেসিফিকেশন

কুলপ্যাডের এই ফোনে 6.56 ইঞ্চি ডিসপ্লে আছে যা এইচডি প্লাস (720×1612 পিক্সেল) রেজোলিউশন, অফার করবে। এতে Unisoc Tiger T616 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি 4 জিবি র‍্যাম এবং 128 জিবি /256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি বাড়ানোর সুবিধা থাকছে।

বেসিক ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 0.3 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বর্তমান। অন্যদিকে, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য 4,400mah ব্যাটারি মিলবে। 3.5 মিমি অডিও জ্যাক এবং ফেস আনলক ফিচার রয়েছে ফোনে। সবশেষে Coolpad Grand View 50 Lite চলবে Android 13 অপারেটিং সিস্টেমে।

Coolpad Grand View 50 Lite: দাম

কুলপ্যাডের এই নতুন ফোনটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 4 জিবি + 128 জিবি স্টোরেজের দাম 489 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 5800 টাকা। আর 4 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের মূল্য 589 ইউয়ান (প্রায় 6900 টাকা)।