Jio Brain এর হাত ধরে বদলে যাবে ভারত, জিওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে সাহায্য করবে জানুন

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর 47তম বার্ষিক সাধারণ সভায় (RIL AGM 2024) আজ Jio Brain এর ঘোষণা করা হয়েছে। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি বড় প্রোজেক্ট, যার লক্ষ্য…

What is jio brain explained benefit features of ai system and how it may help india

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর 47তম বার্ষিক সাধারণ সভায় (RIL AGM 2024) আজ Jio Brain এর ঘোষণা করা হয়েছে। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি বড় প্রোজেক্ট, যার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে লড়াইয়ে ভারতেকে এগিয়ে রাখা। জিও ব্রেন এর মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি প্রভৃতি বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হবে

Jio Brain কী?

জিও ব্রেন হল এমন একটি প্ল্যাটফর্ম যা এআইয়ের বিভিন্ন দিককে এক ছাতার তলায় নিয়ে আসে, এর মধ্যে মেশিন লার্নিং, ন্যাচেরাল লার্নিং প্রসেসিং এবং কম্পিউটার ভিশন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। জিও ব্রেইন প্ল্যাটফর্ম বিভিন্ন ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে। ফলে এটি ভারতের কোটি কোটি মানুষের কাছে সহজবোধ্য হবে।

কী কী ফিচার অফার করবে Jio Brain

ভারতীয় ভাষার সমর্থন: জিও ব্রেন অনেক ভারতীয় ভাষা বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে। ফলে এটি ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষদের উপকারে লাগবে।

স্বাস্থ্য: জিও ব্রেন স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে রোগ সনাক্তকরণ, নিরাময় প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

শিক্ষা: জিও ব্রেন শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে।

কৃষি: জিও ব্রেন কৃষকদের ফসল উৎপাদন বাড়াতে এবং কৃষি খরচ কমাতে সহায়তা করতে পারে।

স্মার্ট সিটি: জিও ব্রেন স্মার্ট সিটির উন্নয়নে সহায়তা করতে পারে, যেমন পরিবহন ব্যবস্থাপনা এবং অপরাধ কমাতে।