ধোনি বনাম হার্দিকের লড়াই আজ, মুম্বাইকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি চেন্নাই?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ৩৮তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK)। ভারতীয় ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে অনেকেই ডাকেন “আইপিএলের এল ক্লাসিকো” নামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে, রবিবার, ২০ এপ্রিল।

চলতি মরসুমে একেবারেই প্রত্যাশিত ছন্দে নেই দুই দল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরের শুরুতে হোঁচট খেয়ে পড়লেও সম্প্রতি পরপর দুটি জয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সাতটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়ে তারা এখন ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে। দলের নেট রান রেট +০.২৩৯।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের অবস্থা আরও করুণ। তারা এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে এবং চার পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচে অবস্থান করছে। তাদের নেট রান রেট -১.২৭৬। অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াডের চোট পাওয়ায় দলকে নেতৃত্বে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের সাবেক এই অধিনায়কের হাত ধরে চেন্নাই আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, তা আজকের ম্যাচেই অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে।

ম্যাচের আবহাওয়া নিয়ে আশার কথা জানিয়েছে হাওয়া অফিস। জানা গেছে আজ মুম্বাইয়ে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আর্দ্রতা থাকবে ৭০ শতাংশের আশেপাশে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

প্লে-অফে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেলেও সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, “আমরা এখনও টুর্নামেন্টে আছি, তবে একটা সুতোয় ঝুলে আছি। এবার ফলাফল পেতেই হবে। এখন আর খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।”