ফের জ্বলে উঠবে রিঙ্কুর ব্যাট? ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স

আজ, সোমবার ২১ এপ্রিল, ২০২৫-এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ৩৯তম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের (GT)। চলতি মরসুমে কেকেআর সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে, যেখানে গুজরাট পাঁচটি জয় সহ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দুইদলের কাছে প্লে অফে যাওয়ার জন্য আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ।

শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ রানে হার স্বীকার করে কলকাতা নাইট রাইডার্স। মুল্লানপুরে প্রথমে বল করতে নেমে কেকেআর দুর্দান্ত বোলিং করে পাঞ্জাবকে মাত্র ১১১ রানে আটকে দেয়। হর্ষিত রানা ৩টি, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ২টি করে উইকেট নেন। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কেকেআর ৯৫ রানেই গুটিয়ে যায়, যদিও এক পর্যায়ে তারা ছিল ৬২/২।

অন্যদিকে, গুজরাট টাইটান্স নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর। আহমেদাবাদে প্রথমে বল করে GT দিল্লিকে ২০৩ রানে আটকে দেয়। প্রসিধ কৃষ্ণ ৪১ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ের পিছনে বড় ভূমিকা রাখেন। জবাবে জস বাটলারের অপরাজিত ৯৭ রানের ঝকঝকে ইনিংস ও রাদারফোর্ডের ৪৩ রানের মারমুখী ইনিংস দলকে জয় এনে দেয়।

দুই দল আইপিএলে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। গুজরাট এগিয়ে আছে ২-১ ব্যবধানে। একটি ম্যাচ ছিল অমীমাংসিত। ইডেন গার্ডেন্সে তারা একবারই মুখোমুখি হয়েছে, যেখানে GT সাত উইকেটে জয় পায় (২০২৩ সালে)।

গুজরাটের বিপক্ষে কেকেআরের একমাত্র জয় আসে ২০২৩ সালের এপ্রিল মাসে। ওই ম্যাচে রিঙ্কু সিং ইতিহাস গড়ে শেষ ওভারে ইয়াশ দয়ালকে টানা পাঁচটি ছক্কা মেরে অবিশ্বাস্যভাবে জয় এনে দেয় কলকাতার।