বিয়ে নিয়ে প্রশ্নে গিলের উত্তর নেটপাড়ায় ভাইরাল, হাসির রোল উঠলো গ্যালারিতে

এবারের আইপিএলে আজ প্রথমবার মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস (GT) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলা শুরু হয়েছে। তবে তার আগে টসের সময় একটি মজার ঘটনা ঘটতে দেখা যায়। যেখানে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন গুজরাট অধিনায়ক শুভমান গিল কে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে শুনতে চান।
টস শেষে মরিসন হঠাৎ গিলকে জিজ্ঞেস করেন, “বিয়ের ঘণ্টা বাজছে না? ভবিষ্যতে কী হচ্ছে, বিয়ে করছেন?” প্রশ্ন শুনে গিল হেসে উত্তর দেন, “না, তেমন কিছু না।” গিলের হাস্যোজ্জ্বল প্রতিক্রিয়া মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কলকাতার বিরুদ্ধে আজকের ম্যাচে গিলের জন্য আলাদা একটি আবেগ কাজ করছে, কারণ তিনি তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কেকেআরের হয়েই। বর্তমানে গুজরাটের অধিনায়ক হিসেবে তিনি দারুণ পারফর্ম করছেন। সাত ম্যাচে গুজরাট জিতেছে পাঁচটিতে, ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। ব্যাট হাতে দুটি অর্ধশতক সহ গিল করেছেন ২১৫ রান।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে গুজরাট, এবং পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৪৫ রান। এই প্রতিবেদন লেখার সময় ১৪.৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান।