KKR-এর বিপক্ষে ফের ঝলসে উঠলেন সাই সুদর্শন, ভারতীয় দলে অন্তর্ভুক্তির দাবি

ফের গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং সাই সুদর্শনের। গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাম-হাতি এই ব্যাটার ৩৬ বলে ৫২ রানের একটি দর্শনীয় ইনিংস খেলেছেন। তার এই ইনিংসে ছিল ছয়টি চারের সঙ্গে একটি দৃষ্টিনন্দন ছয়। স্ট্রাইক রেট ১৪৪.৪৪।
৮ ম্যাচে ৫ অর্ধশতরান সাই সুদর্শনের
এই নিয়ে এবারের আইপিএলে পঞ্চম অর্ধশতক পূর্ণ করলেন সাই সুদর্শন, যার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৯ রানের ইনিংসও ছিল। সুদর্শনের ধারাবাহিকতা এবার তাকে ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিদার করে তুলেছে। কলকাতার আগে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
চেন্নাইয়ে জন্ম নেওয়া ২৩ বছর বয়সী সাই সুদর্শন কে গুজরাট টাইটান্স ৮.৫ কোটি টাকায় রিটেন করেছিল। গত মরসুমেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন, যেখানে ১২ ইনিংসে ৫২৭ রান করেন, যার মধ্যে ছিল একটি শতরান ও দুটি হাফ সেঞ্চুরি।
সুদর্শনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে X-এ ফ্যানেরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “সাই সুদর্শনকে এখনই ভারতীয় দলে খেলানো উচিত!”, আরেকজন বলেছেন, “সাই ‘কনসিস্টেন্ট’ সুদর্শনের ব্যাটিং দেখতে দারুণ লাগে।”
আজ GT-এর হয়ে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ১১৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন সুদর্শন।