বৃষ্টিতে ভেস্তে যেতে পারে LSG বনাম DC ম্যাচ? কি বলছে ওয়েদার রিপোর্ট, দেখুন

আজ মঙ্গলবার, ২২ এপ্রিল, ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ৪০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (LSG) ও দিল্লি ক্যাপিটালস (DC)। দুটি দলই এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের নিরিখে উপরের দিকে আছে। অর্থাৎ আজ এক প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছে সমর্থকেরা।
LSG পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে
লখনউ সুপার জায়ান্টস তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আটটি ম্যাচ খেলে তারা পাঁচটি জিতেছে এবং ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। তাদের নেট রান রেট +০.০৮৮। প্লে-অফে জায়গা করে নিতে এই ম্যাচ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঘরের মাঠে আজ তারা নিজেদের সেরাটা দিতে চাইবে।
DC আছে দ্বিতীয় স্থানে
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসও ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হেরে তারা কিছুটা অস্বস্তিতে। তবে তাদের নেট রান রেট +০.৫৮৯। আজ দিল্লি ফের জয়ের পথে ফিরতে চাইবে।
আজকের ম্যাচে আবহাওয়া নিয়ে চিন্তা নেই। AccuWeather-এর তথ্য অনুযায়ী, তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তবে কম আর্দ্রতার কারণে আবহাওয়া আরামদায়ক হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজকের লখনউ বনাম দিল্লির হাইভোল্টেজ ম্যাচে বিশেষ নজরে থাকবেন দিল্লির তরুণ অলরাউন্ডার বিপ্রজ নিগম। উত্তরপ্রদেশের এই ২০ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার নিজের রাজ্যের মাঠে খেলতে নামছেন। তিনি এখনও পর্যন্ত সাত ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাট হাতেও কয়েকটি ম্যাচে দলের জয়ে ভূমিকা রেখেছেন।