Jio গ্রাহকদের খুশির খবর, বাড়ল আনলিমিটেড অফারের মেয়াদ, পাবেন ফ্রি জিও হটস্টার দেখার সুযোগ

জিও গ্রাহকদের জন্য বড় সুখবর। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তাদের জনপ্রিয় আনলিমিটেড অফারের মেয়াদ ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আগে এই অফার ৩১ মার্চ পর্যন্ত পাওয়া যাবে বলে জানানো হয়েছিল, এরপর তা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এখন আবার এই অফার আরও এক দফা বাড়িয়ে দেওয়া হয়েছে। আসুন জিও আনলিমিটেড অফারে কি সুবিধা পাওয়া যায় জেনে নেওয়া যাক।
জিও আনলিমিটেড অফার
জিও আনলিমিটেড অফার আনা হয়েছে IPL ফ্যানেদের জন্য। এখানে জিও তাদের নির্দিষ্ট কিছু প্রিপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন দিচ্ছে। অর্থাৎ, আইপিএলের ম্যাচগুলি নিখরচায় মোবাইলে দেখা যাবে।
কোন কোন Jio রিচার্জ প্ল্যানের সাথে হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে
২৯৯ টাকার প্ল্যান: ২৮ দিনের এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ইন্টারনেট ডেটা, ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এর সঙ্গে মিলবে ডিজনি+ হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ।
৩১৯ টাকার প্ল্যান: এক মাস ভ্যালিডিটির এই জিও প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এরসাথে থাকছে প্রত্যহ ১০০টি এসএমএস, আনলিমিটেড কলিং, হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি ক্লাউড স্টোরেজ।
৩২৯ টাকার প্ল্যান: ২৮ দিনের এই জিও প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, ১০০ ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং, হটস্টার সাবস্ক্রিপশন ও ৫০ জিবি ক্লাউড স্টোরেজ অফার করা হয়।
৩৪৯ টাকার প্ল্যান: জিওর এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, রোজ ১০০টি ফ্রি এসএমএস। এর সাথে আনলিমিটেড ৫জি ডেটা ও হটস্টারের ফ্রি অ্যাক্সেস মিলবে।