চিন্নাস্বামীতে জয় খুঁজছে RCB, কোহলির ‘বিরাট’ ইনিংস দেখার আশায় সমর্থকরা

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি, দলের সঙ্গে বেঙ্গালুরুতে অবস্থিত নিজের One8 Commune রেস্তোরাঁয় দেখা যায় তাকে। সেখানকার একটি ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে সকলের, যেখানে এক চেন্নাই সুপার কিংস (CSK)-এর ফ্যান দলের জার্সি পরে উপস্থিত হয়েছিলেন রেস্তোরাঁয়। কোহলি হঠাৎ তাকে দেখে হাত ইশারা করে হেসে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

RCB এবং CSK-র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বহু বছরের। এই কারণেই সাম্প্রতিক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের মাঝে বেঙ্গালুরু পৌঁছেছে RCB দল, যেখানে ২৪ এপ্রিল তারা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। এই ম্যাচে কোহলিদের লক্ষ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ে ফেরা।

চলতি আসরে এখনও পর্যন্ত RCB আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে। তবে এ সবগুলিই এসেছে বাইরের মাঠে খেলে। কিন্তু ঘরের মাডে তিনটি ম্যাচেই পরাজয় স্বীকার করে নিয়েছেন রজত পাটিদাররা।

ব্যক্তিগতভাবে, বিরাট কোহলি এবারের আইপিএলে দারুণ ফর্মে আছেন। তিনি এখনও পর্যন্ত আট ম্যাচে করেছেন ৩২২ রান, গড় ৬৪.৪০ এবং স্ট্রাইক রেট ১৪০। চারটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। তবে চিন্নাস্বামীতে তার পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। দলের ঘরের মাঠে তিনটি ম্যাচে তার স্কোর ৭, ২২ ও ১। তাই সমর্থকরা আশা করছে ঘরের মাঠে রানে ফিরবেন কিং কোহলি এবং দলও জিতবে।