SRH vs MI: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ও সানরাইজার্স, বদলার লড়াই নাকি জয়ের হ্যাটট্রিক?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স (MI) লিগের শেষের দিকে এসে ফর্মে ফেরার গল্প। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রথম দিকে কিছুটা গড়িমসি থাকলেও এখন ছন্দে ফিরেছে রোহিতরা। টানা দুটি জয় তুলে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। আজ হায়দরাবাদের (SRH) ঘরের মাঠে নামছে তারা, লক্ষ্য জয়ের হ্যাটট্রিক।

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলে কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে। ধারাবাহিকতার অভাবে ভুগছে দলটি। যদিও শেষবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল, তখন হায়দরাবাদ কিছুটা সম্ভাবনার আলো দেখিয়েছিল। ওয়াংখেড়ে-তে প্রথম ওভারেই দুটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিল তারা, যার সুযোগ নিতে দেরি করেননি রোহিতরা। শেষ পর্যন্ত সেই ম্যাচ হেরে যায় সানরাইজার্স। ফলে আজকের ম্যাচ তাদের কাছে বদলার সুযোগও বটে।

হায়দরাবাদের পিচের চরিত্র নিয়েও নানা প্রশ্ন আছে। সাধারণত হায়দরাবাদের মাঠে ব্যাটিং সহায়ক উইকেটই দেখা যায়। তবে এবার বল খুব ভালো ব্যাটে আসছে না। ফলে সমস্যায় পড়ছে ব্যাটাররা। থাই আজ কেমন উইকেট থাকে সেটাই দেখার।

মুম্বইয়ের শক্তি তাদের মারমুখী ব্যাটিং লাইনআপ। গত ম্যাচে রোহিত শর্মার ফর্মে ফেরে দলকে আত্মবিশ্বাস দেবে। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়াও ছন্দে আছেন। বোলিং বিভাগেও বুমরা-বোল্ট জুটি ভয়ংকর। এদিকে সানরাইজার্স তাকিয়ে থাকবে হেনরিখ ক্লাসেন ও ট্রাভিস হেডের ওপর। তাদের সঙ্গে অভিষেক শর্মা, প্যাট কামিন্স ভালো করলে দল জেতার ব্যাপারে আশাবাদী।