রোহিত শর্মার মারমুখি ব্যাটিংয়ে মুম্বাইয়ের জয়ের হ্যাটট্রিক, SRH এর কোমর ভেঙে দিল চাহার-বোল্টরা

গতকাল আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স (MI) সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) সাত উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। দলের জয়ে অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা বড় ভূমিকা রাখেন। তার ব্যট থেকে আসা ৪৬ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
জনপ্রিয় ধারাভাষ্যকার ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে রোহিতের এই ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “২০১৬ সালের পর এই প্রথম রোহিত পরপর দুই ম্যাচে অর্ধশতক করলেন। গত ম্যাচে চেন্নাইকে ধরাশায়ী করার পর এবার হায়দরাবাদের বিপক্ষেও দুর্দান্ত ইনিংস খেলে জয় এনে দিয়েছেন রোহিত।
দ্বিতীয় ইনিংসে রোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে MI মাত্র ১৬ ওভারেই ১৪৪ রানের লক্ষ্য মাত্র ৭ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে। রায়ান রিকেলটন দ্বিতীয় ওভারে আউট হলেও, উইল জ্যাকস (১৯ বলে ২২) ও রোহিতের ৬৪ রানের ইনিংস দলকে জয়ের পথে নিয়ে যায়। এরপর সূর্যকুমার যাদব (১৯ বলে অপরাজিত ৪০) রোহিতের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন।
যাইহোক, ম্যাচের প্রথমার্ধে MI-এর বোলিং ছিল অসাধারণ। SRH-এর শক্তিশালী ওপেনিং জুটি ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে দ্রুত ফিরিয়ে দিয়ে দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট। তিনি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আর বোল্ট ২৬ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন।
চোপড়া বলেন, “SRH-এর রান মোটেই যথেষ্ট ছিল না। পাওয়ারপ্লেতেই ৩৫/৫ হয়ে যায় ওরা। তখন আর ফেরার পথ থাকে না। দীপক ও বোল্টের বোলিং সত্যিই দেখার মতো ছিল। এই দু’জনে পাওয়ারপ্লেতেই প্রতিপক্ষের কোমর ভেঙে দেয়।”
মুম্বাই ইন্ডিয়ান্স এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ৯টি ম্যাচের মধ্যে প্রথম ৫টি ম্যাচে ৪টি হারলেও, শেষ চারটি ম্যাচে টানা জয় তুলে নিয়ে ১০ পয়েন্টে পৌঁছে গেছে তারা।