IPL 2025 Orange Purple Cup: চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর কার দখলে অরেঞ্জ ও পার্পেল ক্যাপ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) এখন মধ্যভাগে চলে এসেছে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে জমে উঠেছে অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াই। প্রায় প্রতিটি ম্যাচের পরই বদলে যাচ্ছে শীর্ষস্থান। যদিও কেউ কেউ স্থায়ীভাবে নিজেদের জায়গা ধরে রাখতে পারছেন। গতকাল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে লিগের ৪৩তম ম্যাচের পর অরেঞ্জ ক্যাপ তালিকায় কোনো পরিবর্তন না এলেও, পার্পল ক্যাপের র্যাঙ্কিংয়ে অদল বদল নজরে পড়বে।
চলতি আইপিএলে কার দখলে অরেঞ্জ ক্যাপ
এবারের আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। তিনি এখনও পর্যন্ত ৪১৭ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন। তার ঠিক পিছনে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি, যার সংগ্রহ ৩৯২ রান। তৃতীয় স্থানে আছেন লখনউ সুপারজায়ান্টসের ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান, যার সংগ্রহ ৩৭৭ রান। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ৩৭৩ রান করে চতুর্থ এবং রাজস্থান রয়্যালসের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল ৩৫৬ রান করে পঞ্চম স্থানে রয়েছেন।
অরেঞ্জ ক্যাপ (২০২৫)
সাই সুদর্শন – ৪১৭ রান
বিরাট কোহলি – ৩৯২ রান
নিকোলাস পুরান – ৩৭৭ রান
সূর্যকুমার যাদব – ৩৭৩ রান
যশস্বী জয়সওয়াল – ৩৫৬ রান
পার্পল ক্যাপ নিয়ে লড়াই চরমে
বোলারদের মধ্যে পার্পল ক্যাপ নিয়ে জোর লড়াই চলছে এবারের আইপিএলে। শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি ১৬ উইকেট নিয়েছেন। সমানসংখ্যক উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউডও। ১৪ উইকেট নিয়ে নুর আহমেদ আছেন তৃতীয় স্থানে। গতকালের ম্যাচে ৪ উইকেট নিয়ে মোট ১৩ উইকেট সহ হর্ষল প্যাটেল উঠে এসেছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব, যিনি নিয়েছেন ১২টি উইকেট।
কার দখলে আছে পার্পল ক্যাপ (২০২৫)
প্রসিদ্ধ কৃষ্ণ – ১৬ উইকেট
জশ হ্যাজেলউড – ১৬ উইকেট
নুর আহমেদ – ১৪ উইকেট
হর্ষল প্যাটেল – ১৩ উইকেট
কুলদীপ যাদব – ১২ উইকেট
আজ আছে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম পাঞ্জাব কিংসের খেলা। প্লে-অফে পৌঁছাতে আজ জিততেই হবে রাহানেদের।