শীর্ষে আরসিবি! দিল্লিকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় বিরাট কোহলিরা, পয়েন্ট টেবিল দেখুন

আইপিএল ২০২৫ এখন জমে উঠেছে। ৪৬তম ম্যাচে রজত পাটিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৬ উইকেটে হারিয়ে দিয়েছেদিল্লি ক্যাপিটালসকে। এর ফলে ১০ ম্যাচে ৭টিতে জয় পেয়ে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আর দুটি ম্যাচ জিতলেই প্লে-অফে পৌঁছে যাবে বিরাট কোহলি। এখন দলের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে শেষ করা।

অন্যদিকে, এই হারে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচে ৬টি জয় ও ৩টি হার নিয়ে তারা চতুর্থ স্থানে নেমে গেছে। দিল্লির পাশাপাশি গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে সেরা চারটি দলের মধ্যে আছে। এছাড়া শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসও প্লে-অফের দৌড়ে রয়েছে। মূলত এই পাঁচটি দল প্লে-অফে যাওয়ার বড় দাবিদার।

IPL 2025 এর পয়েন্ট টেবিল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১০ ম্যাচে ১৪ পয়েন্ট, +০.৫২১ নেট রান রেট)
গুজরাট টাইটান্স (৮ ম্যাচে ১২ পয়েন্ট, +১.১০৪)
মুম্বাই ইন্ডিয়ান্স (১০ ম্যাচে ১২ পয়েন্ট, +০.৮৮৯)
দিল্লি ক্যাপিটালস (৯ ম্যাচে ১২ পয়েন্ট, +০.৪৮২)
পাঞ্জাব কিংস (৯ ম্যাচে ১১ পয়েন্ট, +০.১৭৭)।

DC বনাম RCB ম্যাচের ফলাফল

এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। দলের পক্ষে সর্বাধিক ৪১ রান করেন কেএল রাহুল। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজলউড ২টি উইকেট নেন।

জবাবে, আরসিবির শুরুটা খুব খারাপ হলেও বিরাট কোহলি (৫১) ও ক্রুনাল পান্ডিয়া (৭৩*) দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। শেষে টিম ডেভিড ৫ বলে ১৯ রানের ক্যামিও খেলে ম্যাচ শেষ করে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।