কোনো ক্রেডিট কার্ড দরকার নেই, সবাই পাবে OnePlus 12R এর সাথে 2000 টাকা ডিসকাউন্ট

আপনি কি 40 হাজার টাকার কমে ওয়ানপ্লাস 5জি স্মার্টফোন পছন্দ করেন? তাহলে OnePlus 12R বেছে নিতে পারেন। কারণ অ্যামাজনে এখন ফোনটি 2,000 টাকা ডিসকাউন্টে বিক্রি…

under 40000 oneplus 12r smartphone at 2000 rupees discount on amazon with coupon

আপনি কি 40 হাজার টাকার কমে ওয়ানপ্লাস 5জি স্মার্টফোন পছন্দ করেন? তাহলে OnePlus 12R বেছে নিতে পারেন। কারণ অ্যামাজনে এখন ফোনটি 2,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আর এতে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং পাওয়ারফুল ব্যাটারি আছে। আসুন OnePlus 12R এর সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

OnePlus 12R স্মার্টফোনের সাথে 2,000 টাকা ডিসকাউন্ট

লঞ্চের সময় ওয়ানপ্লাস 12আর এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল 39,999 টাকা। তবে অ্যামাজনে 2,000 টাকা কুপন ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি। যার পরে হ্যান্ডসেটটির দাম কমে দাঁড়াবে 37,999 টাকা। এই ছাড় সবার জন্য।

আরও পড়ুন: 8000 টাকার মধ্যে স্মার্টফোন চাই? Tecno Spark Go 1 এর সেল কাল

তবে ওয়ানপ্লাস 12আর এর সাথে কোনো ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে না। যদিও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে। পুরানো ফোন এক্সচেঞ্জ করে ক্রেতারা 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

মিড রেঞ্জে OnePlus 12R কেনা উচিত? দেখুন ফিচার ও স্পেসিফিকেশন

OnePlus 12R ফোনে পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এর সামনে দেখা যাবে 6.78-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ডলবি ভিশন, এইচডিআর প্লাস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5,500 এমএএইচ ব্যাটারি, যা 100 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন:  দাম নিয়ে চিন্তা শেষ, Realme Pad 2 Lite সস্তায় 8 মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে

OnePlus 12R মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল সনি IMX890 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি IP64 রেটিং‌ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন