গেইল, ইউসুফ, মিলারদের পাশে এবার বৈভব সূর্যবংশী! আইপিএলে দ্রুততম ৫ সেঞ্চুরি কাদের দেখুন

আইপিএল ২০২৫-এর ৪৭তম ম্যাচে রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এক অসাধারণ কীর্তি গড়লেন। মাত্র ১৪ বছর বয়সী বৈভব আইপিএলে সবচেয়ে কম বয়সে শতরান করার পাশাপাশি ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করার নজির গড়লেন। গুজরাট টাইটান্সের ২০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বৈভব ৩৮ বলে ৭টি চার ও ১১টি বিশাল ছক্কার সাহায্যে ১০১ রান করেছেন। তিনি শতরান করতে বল খেলেছেন মাত্র ৩৫।
এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ড ছিল ইউসুফ পাঠানের দখলে, যিনি ২০১০ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন। তখন ইউসুফও রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন। দীর্ঘ ১৫ বছর পর বৈভব এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।
তবে আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলের দখলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমে তিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে মাত্র ৩০ বলে শতরান করেছিলেন। একই বছরে ডেভিড মিলার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আরসিবির বিরুদ্ধে ৩৮ বলে শতরান করেন।
এছাড়াও, সাম্প্রতিক আইপিএলে পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য ৩৯ বলে সেঞ্চুরি করেছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আর সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড ২০২৪ সালে আরসিবির বিরুদ্ধে একই সংখ্যক বল খেলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।