DC vs KKR: দিল্লির পরাজয়ের নেপথ্যে এই ৫ খেলোয়াড়, হতাশ করলেন ফ্যানদের

আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার স্বীকার করেছে দিল্লি ক্যাপিটালস (DC vs KKR)। ছন্দহীন কেকেআর গতকাল আগ্রাসী ক্রিকেট খেলে দিল্লিকে একতরফা ভাবে হারিয়ে দিয়েছে। এই পরাজয়ের পিছনে দিল্লির কয়েকজন খেলোয়াড়ের ব্যর্থতা বিশেষভাবে চোখে পড়েছে, যারা সঠিক সময়ে নিজেদের দায়িত্ব পালন করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। এই প্রতিবেদনে আমরা এমন পাঁচ খেলোয়াড়ের বিষয়ে বলবো।
অভিষেক পোরেল
দলের ওপেনার হিসেবে অভিষেক পোরেলের উপর দায়িত্ব ছিল দ্রুত এবং দীর্ঘক্ষণ ব্যাট করার। কিন্তু প্রথম ওভারেই শট খেলে আউট হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। তার এই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে।
দুশ্মন্ত চামিরা
ফিল্ডিংয়ে একটি অসাধারণ ক্যাচ ধরলেও, চামিরা বল হাতে তিনি ছিলেন যথেষ্ট খরুচে। তার অফ-লাইন ও অফ-লেন্থ ডেলিভারিগুলোর কারণে কেকেআরের ব্যাটসম্যানরা পাওয়ারপ্লেতেই বড় স্কোর তূলে নিতে সক্ষম হয়েছিল, যা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
করুণ নায়ার
দীর্ঘদিন ধরে ফর্মে নেই করুণ নায়ার। গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপর দলের ভরসা ছিল, কিন্তু তিনি আবারও ব্যর্থ। চাপের মুহূর্তে তিনি কোনো প্রতিরোধ গড়তে না পেরে সহজেই উইকেট বিলিয়ে আসেন।
আশুতোষ শর্মা
যেখানে দরকার ছিল সোজা ব্যাটে শট খেলার, সেখানে আশুতোষ অতিরিক্ত জটিল শট খেলে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন গতকাল। তার মতো প্রতিভাবান ব্যাটসম্যানের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দিল্লি আশা করে না।
কেএল রাহুল
দিল্লি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কেএল রাহুলের রান আউটের পর। একটি সহজ সিঙ্গেল নিতে গিয়ে অলসতার জন্য নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন রাহুল। কেএল রাহুল উইকেটে থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।