IPL 2025: সুনীল নারিনের সেরা পারফরম্যান্স, জয়ে ফিরলো কেকেআর, পয়েন্ট টেবিলের কে কোথায়

আইপিএল ২০২৫-এর ১৮তম আসর জমে ক্ষীর। লিগের ৪৮তম ম্যাচের পর পয়েন্ট টেবিলের চিত্র অনেকটাই স্পষ্ট। মঙ্গলবার, ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। এই জয়ের ফলে কেকেআরের পয়েন্ট দাঁড়িয়েছে ৯। তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ কেকেআরের প্লে-অফে যাওয়ার আশা এখনো বেঁচে আছে।
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের এই হারে তেমন ক্ষতি না হলেও অক্ষররা চতুর্থ স্থানে নেমে এসেছে। পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, যারা ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারের মাধ্যমে ১৪ পয়েন্ট পেয়েছে। নেট রান রেট তাদের +০.৫২১। এরপরই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস এবং দিল্লি ক্যাপিটালস – তিন দলেরই পয়েন্ট ১২ হলেও নেট রান রেটে মুম্বই (+০.৮৮৯) এগিয়ে।
পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যাদের ৯ ম্যাচে ৫ জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ১১। তাদের নেট রান রেট +০.১৭৭। লখনউ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট সহ ষষ্ঠ স্থানে আছে, নেট রান রেট -০.৩২৫।
কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে ৪ জয় ও এক পরিত্যক্তসহ ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের অবস্থা অনেকটাই একই, দুটি দলই ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকে রয়েছে। আর সবথেকে খারাপ পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের, যাদের পয়েন্ট ৯ ম্যাচে মাত্র ২ জয় সহ ৪ এবং নেট রান রেট -১.৩০২।