৭ সেলাইয়ের ব্যথা ভুলে ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া, মনে করালেন ২০১৬-র কোহলিকে

গতকাল আইপিএল ২০২৫-এর ৫০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে বড় ভূমিকা অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। ম্যাচ শুরুর আগেই টসের সময় দেখা যায়, তার ডান চোখের ওপরে গুরুতর চোট। তিনি ট্রেনিং সেশনের সময় চোট পেয়েছিলেন। জানা গেছে, চোট এতটাই গুরুতর ছিল যে তাকে সাতটি সেলাই দিতে হয়েছে। কিন্তু সেই আঘাতও তাকে ম্যাচ খেলা থেকে বিরত রাখতে পারেনি। হার্দিকের খেলার এই অদম্য ইচ্ছা অনেককেই মনে করিয়ে দেয় ২০১৬ সালের বিরাট কোহলিকে, যিনি ৮টি সেলাই লাগা হাত নিয়েও একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ২৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। এরপর বল হাতেও তিনি একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তার এই দ্বিমুখী পারফরম্যান্সে মুম্বাই ইনডিয়ান্সের জয়ের রাস্তা অনেকটাই সহজ হয়ে যায়। তার এই অসাধারণ ইনিংসের জন্য তাকে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হয়, যা তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে ভাগ করে নেন। যাদবও ২৩ বলে ৪৮ রান করেন।

এদিন ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনার রোহিত শর্মা ও রাইল রিকলটন উভয়েই অর্ধশতক হাঁকান এবং দলকে শক্ত ভিত গড়ে দেন। এরপর সূর্যকুমার ও হার্দিকের তাণ্ডবে বিশাল ২১৭ রানের স্কোর তুলে ফেলে মুম্বাই।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয়। তাদের ব্যাটসম্যানদের মধ্যে কেউই দাঁড়াতে পারেননি। দলের সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ৩০, যা করেন জোফ্রা আর্চার। ট্রেন্ট বোল্ট ও করণ শর্মা মিলে রাজস্থানের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন, দু’জনেই নেন ৩টি করে উইকেট। শেষমেষ ১১৭ রানে অলআউট হয়ে যায় রাজস্থান।