এক ওভারে ৩৩ রান, শেফার্ডের ছয় চারের বৃষ্টিতে ভিজলো ধোনিও

বেঙ্গালুরুর মাঠে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার রোমারিও শেফার্ড। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের বোলার খলিল আহমেদের বিরুদ্ধে তিনি যেন সিনেমার মতো ব্যাটিং করলেন। এমএস ধোনির জীবনের উপর ভিত্তি করে বানানো সিনেমার এক বিখ্যাত সংলাপ — “ব্যাটসম্যান ধাগা খোল দিয়া” — যেন আজ জীবন্ত হয়ে উঠল মাঠে। আর উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি ধোনি কেবল দর্শক হয়ে রইলেন, শেফার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৯তম ওভারে। শেফার্ড ক্রিজে, আর বল হাতে খলিল আহমেদ। এই ওভারে শেফার্ড তোলেন ৩৩ রান, যা এই মরসুমের এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ওভার। আজ শুরু থেকেই শেফার্ড ছিলেন আক্রমণাত্মক মেজাজে। প্রথম বলেই মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছয় মারেন তিনি। দ্বিতীয় বলেও একই পরিণতি — আরেকটি ছয়। তৃতীয় বলটিতে আসে চতুর শটে চার, আর চতুর্থ বলটি আবার উড়ে যায় বাউন্ডারির বাইরে। পঞ্চম বলে শেফার্ড মারেন লম্বা এক ছয়, এবং দুর্ভাগ্যজনকভাবে সেটি ছিল একটি নো বল। ফলে অতিরিক্ত বল ও ফ্রি হিটের সুযোগ পান তিনি।

যদিও ফ্রি হিটে খলিল কোনো রান দেননি, তবে শেষ বলটি শেফার্ড চার মেরে ৩৩ রান নিয়ে নেন। পুরো ওভার জুড়ে খলিল ছিলেন অসহায়, এবং তার এই ব্যর্থতা চেন্নাই সুপার কিংসের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

এই ওভারের পর খলিল আহমেদের নামে আইপিএলের ইতিহাসে একাধিক নেতিবাচক রেকর্ড যুক্ত হয়েছে। তিনি ২০২৫ সালের আইপিএল সিজনে সবচেয়ে বেশি রান দেওয়া ওভারটি করলেন। শুধু তাই নয়, একটি ম্যাচে সর্বোচ্চ রান দেওয়া বোলার হিসেবেও রেকর্ড গড়েছেন খালিল, ৩ ওভারে তিনি ৬৫ রান খরচ করেছেন। চেন্নাইয়ের হয়ে তিনি এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার হয়ে গেছেন। এর আগে এই তালিকায় ছিলেন লুংগি এনগিডি ও স্যাম কারান, যারা ৩০ রান করে দিয়েছিলেন একটি ওভারে।