রিয়ান পরাগের ৬ ছক্কাও জিতাতে পারলো না রাজস্থানকে, প্লে-অফের লড়াইয়ে থাকলো KKR

রবিবার আইপিএল ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস (RR) কে এক রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচটি ছিল একেবারেই শ্বাসরুদ্ধকর। শেষ বল পর্যন্ত খেলা চলে। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ অসাধারণ ব্যাটিং করলেও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের জয় এনে দিতে পারেননি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে তোলে ২০৬ রান। কেকেআরের ব্যাটাররা বিশেষ করে রাসেল আজ ঝোড়ো ব্যাটিং করেন।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে দলের হাল ধরেন অধিনায়ক রিয়ান পরাগ। যিনি খেলেন ক্যারিয়ারের সেরা এক ইনিংস – মাত্র ৪৫ বলে ৯৫ রান। তার ইনিংসে ছিল ছয়টি চার ও আটটি বিশাল ছয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, পরাগ পরপর ছয়টি বলে ছয় মারেন, যদিও তা এক ওভারে নয়। তার এই ইনিংস রাজস্থানকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। তবে পরাগকে হর্ষিত রানা আউট করে দেওয়ায় রাজস্থান ফের চাপে পড়ে।
শেষদিকে শুভম দুবে চেষ্টা করেছিলেন ম্যাচ ঘুরিয়ে দিতে। শেষ ওভারে তিনি দুটি ছয় ও একটি চার মেরে ম্যাচ জমিয়ে দেন। শেষ বলে রাজস্থানের দরকার ছিল ৩ রান, কিন্তু শুভম তা তুলতে ব্যর্থ হয় এবং ২০৫ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস।
এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখলো। বোলিংয়ে কেকেআরের পক্ষে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং মইন আলি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।