এক ওভারে পাঁচ ছয়, রিয়ান পরাগ ছাড়াও এই ব্যাটাররা গড়েছেন এই কীর্তি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর রেকর্ডের খেলা। সময়ের সাথে সাথে এই লিগে এমন অনেক ঘটনা ঘটেছে, যা ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছে। ঠিক তেমনি একটি ঘটনা হল এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকানো। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র পাঁচজন ব্যাটসম্যান এই কীর্তি অর্জন করেছেন। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন রাজস্থান রয়্যালসের (RR) তরুণ তারকা রিয়ান পরাগ।

২০২৫ সালের আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বিপক্ষে ম্যাচে রিয়ান পরাগ এই কীর্তি গড়েছেন। ম্যাচের ১৩ তম ওভারে, কেকেআরের অলরাউন্ডার মঈন আলির বলে পরাগ একের পর এক পাঁচটি বিশাল ছক্কা হাঁকান। ওভারের প্রথম বলে শিমরন হেটমায়ার এক রান নিলে পরাগ স্ট্রাইকে আসেন এবং শুরু করেন ছক্কার ঝড়। মঈন আলির ওই ওভারে আসে মোট ৩২ রান, যার মধ্যে একটি ছিল ওয়াইড। পরাগ ৪৫ বলে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যদিও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস মাত্র এক রানে ম্যাচটি হেরে যায়, কিন্তু পরাগের ব্যাটিং ছিল ম্যাচের হাইলাইট।

এই নজরকাড়া কীর্তির শুরুটা করেছিলেন আইপিএলের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে খেলতে গিয়ে গেইল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বোলার রাহুল শর্মার এক ওভারে পাঁচটি ছক্কা মারেন। গেইলের সেই বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বে সাড়া ফেলেছিল।

এরপর ২০২০ সালে রাজস্থানের হয়ে খেলা রাহুল তেওয়াঠিয়া কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বোলার শেল্ডন কটরেলের ওভারে একই কাজ করেন। এক পর্যায়ে ধীরগতির ইনিংস খেললেও, হঠাৎ করে তিনি এক ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

২০২১ সালে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হর্ষল প্যাটেলের এক ওভারে পাঁচটি ছক্কা মারেন। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স সেদিন চেন্নাইয়ের জন্য বড় জয় এনে দেয়।