আর 10 দিন বাকি, কীভাবে Aadhaar কার্ডের নাম, জন্ম তারিখ ও ঠিকানা আপডেট করবেন

Aadhaar Update: যদি 10 বছরেরও বেশি সময় ধরে আধার কার্ড আপডেট না করে থাকেন, তাহলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) বিনামূল্যে এই কাজ করার…

aadhaar card update for free 10 days left from deadline update address name date of birth

Aadhaar Update: যদি 10 বছরেরও বেশি সময় ধরে আধার কার্ড আপডেট না করে থাকেন, তাহলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) বিনামূল্যে এই কাজ করার করার সুযোগ দিচ্ছে। আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডধারীরা বাড়িতে বসে অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারবেন।

অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে যদি আধার কার্ড আপডেট না করেন তবে এরপর থেকে চার্জ দিতে হবে। অনলাইনে আপনি জন্ম তারিখ বা ঠিকানা আপডেট করতে পারবেন। তবে বায়োমেট্রিক আপডেটের জন্য আপনাকে নিকটবর্তী আধার কার্ড কেন্দ্রে যেতে হবে এবং নির্ধারিত ফি জমা করতে হবে।

বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন যেভাবে

  • প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার আপনাকে আপনার আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি) এর সাহায্যে লগইন করতে হবে।
  • এখান থেকে আপনাকে ‘নাম/লিঙ্গ/জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট’ অপশনটি বেছে নিতে হবে।
  • পরবর্তী স্ক্রিনে ‘আপডেট আধার অনলাইন’ এ ক্লিক করার পরে, আপনাকে ডেমোগ্রাফির বিকল্প থেকে ঠিকানা চয়ন করতে হবে।
  • এর পরে ‘Proceed to Update Aadhaar’-এ ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ঠিকানার প্রমাণ আপলোড করার সময়, আপনাকে একটি নতুন ঠিকানা লিখতে হবে।

আরও পড়ুন : 2,000 টাকা দাম কমল Poco F6 5G-এর, সস্তায় পেয়ে যান সেরা অলরাউন্ডার ফোন

এরপর একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (এসআরএন) পাবেন, যার সাহায্যে যেকোনো সময় আপডেট রিকোয়েস্টের স্ট্যাটাস চেক করা যাবে। তথ্য আপডেট হওয়ার পরে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন