256 জিবি স্টোরেজের চমৎকার স্মার্টফোন আনছে Vivo, সঙ্গে থাকবে 12 জিবি র‍্যাম

Vivo T3 Ultra স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন ও কিছু ফিচার্স ইতিমধ্যেই ফাঁস হয়েছে। ডিভাইসটি তার সেগমেন্টে অন্যতম সেরা বিকল্প হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। গত…

vivo t3 ultra geekbench dimensity 9200 plus chipset 12gb ram

Vivo T3 Ultra স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন ও কিছু ফিচার্স ইতিমধ্যেই ফাঁস হয়েছে। ডিভাইসটি তার সেগমেন্টে অন্যতম সেরা বিকল্প হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ফোনটির দাম প্রকাশ্যে এসেছিল। এবার গিকবেঞ্চে ভিভোর ফোনটি 12 জিবি র‍্যামের সঙ্গে দেখা গিয়েছে। চলুন দেখে নিই সেপ্টেম্বরে লঞ্চ হতে চলা Vivo T3 Ultra সম্পর্কে কী কী তথ্য সামনে এল।

V2426 মডেল নম্বরের সঙ্গে Vivo T3 Ultra গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে। এটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1854 পয়েন্ট ও 5066 পয়েন্ট স্কোর করেছে। গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, ফোনটিতে MediaTek Dimensity 9200+ প্রসেসর এবং অন্তত 12 জিবি র‍্যাম থাকবে। অপারেটিং সিস্টেম হিসাবে Android 14 প্রি-ইনস্টলড থাকতে চলেছে।

আরও পড়ুন : Jio PhoneCall AI: ভয়েস ট্রান্সলেট সহ টেক্সটে রুপান্তর, কীভাবে জিও ফোনকল এআই ব্যবহার করবেন

Vivo T3 Ultra দাম ও স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

একটি সূত্রের দাবি, ভিভো টি3 আল্ট্রা’র 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে শুরু হবে। এছাড়া, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি ভার্সনের দাম যথাক্রমে 32,999 টাকা এবং 34,999 টাকা রাখা হতে পারে। কালার অপশন থাকবে দু’টি – ফ্রস্ট গ্রিন এবং লুনা গ্রে।

আরও পড়ুন : পকেটে চাপ পড়বে না, Jio ও Airtel এর 300 টাকার কমের এই প্ল্যানগুলি রিচার্জ করুন

জল ও ধুলো থেকে রক্ষার জন্য Vivo T3 Ultra-র বডি হবে IP68 রেটেড হবে। ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। 1.5K রেজোলিউশন ও 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করবে এটি। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS প্রযুক্তির প্রাইমারি ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে দেখা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন