7000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ আজ লঞ্চ হচ্ছে iQOO Neo 10

যারা নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য দারুণ খবর। iQOO ভারতের বাজারে আনল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Neo 10। এই ডিভাইসটি আজ ২৬ মে দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে। ফোনটির মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon-এ লাইভ হয়েছে এবং এখান থেকে ডিভাইসটির বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

iQOO Neo 10 এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যামাজনের মাইক্রো সাইট অনুযায়ী, আইকো নিও ১০ চালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে। এই ফোনে তিন বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট, যার সাথে Q1 সুপারকম্পিউটিং চিপ যুক্ত থাকবে।

আইকো নিও ১০ ফোনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ৭০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি অত্যন্ত পাতলা হবে। পাশাপাশি এতে থাকবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বাইপাস চার্জিং প্রযুক্তি – যা ফোনকে গরম না করেই চার্জ করতে সাহায্য করবে। মাত্র ১৯ মিনিটে ডিভাইসটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।

এদিকে iQOO Neo 10 স্মার্টফোনে পাওয়া যাবে 1.5K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০০ নিটস। এই স্ক্রিন ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে।

ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 মডেলে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, যার সঙ্গে থাকবে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন)। সামনে দেখা যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।