Charger: আসল ও নকল মোবাইল চার্জারের মধ্যে তফাৎ ধরবেন কীভাবে? এই টিপসগুলি মেনে চলুন

আপনি যদি সম্প্রতি নতুন মোবাইল চার্জার কিনে থাকেন তাহলে সেটি নকল হওয়ার আশঙ্কা থাকতে পারে। কারণ বাজারে (অনলাইন/অফলাইন) নকল চার্জারের ছড়াছড়ি। এগুলির এমন ভাবে মার্কেটিং করা হয় যে আসল না নকল বোঝা যায় না। তবে সহজ কয়েকটি টিপস রয়েছে যা মাথায় রাখলে চার্জারের আসল পরিচিত চিনে নিতে পারবেন।
স্মার্টফোনের চার্জারে কেন বাড়ছে উদ্বেগ?
এ কথা অস্বীকার করা যায় না যে, স্মার্টফোন চার্জার নিয়ে সাম্প্রতিক চিন্তা বেড়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ ব্র্যান্ড যেমন ওয়ানপ্লাস, রিয়েলমি স্মার্টফোনের সঙ্গে চার্জার অন্তর্ভুক্ত করে না। ফলে গ্রাহকদের আলাদাভাবে চার্জার কিনতে হয়। মোটা টাকা খরচ করেও অনেকে ঠকে যান। কারণ নিখুঁত মার্কেটিংয়ের জন্য নকল ও আসল চার্জারের মধ্যে পার্থক্য কঠিন হতে পারে।
আসল চার্জার চেনার উপায়
সর্বদা BIS সার্টিফিকেশন প্রাপ্ত চার্জার কেনা উচিত। এক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে BIS অ্যাপ ডাইনলোড করতে পারেন। তারপর অ্যাপ ওপেন করে CRS সেকশনের অধীনে Verify R No. অপশনে ক্লিক করতে হবে। এখানে দুটি অপশন থাকবে – প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড। যে কোনও একটি অপশন ব্যবহার করে চার্জার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। বিশেষ করে চার্জারের এক্সপেয়ারি ডেট।
নকল চার্জার ব্যবহার করলে যা বিপদ হতে পারে
ভুয়ো বা নকল চার্জার ব্যবহার করলে ব্যাটারি-সহ ফোনের একাধিক ক্ষতি হতে পারে। যেমন – ওভারহিটিং, ব্যাটারি কর্মক্ষমতার অবনতি এবং ফোন বিস্ফোরণের ঝুঁকি। এই সব সমস্যা থেকে বাঁচতে নতুন চার্জার কেনার পর অবশ্যই তার BIS সার্টিফিকেশন নিশ্চিত করুন।