Vivo Y37 Pro মিড রেঞ্জে লঞ্চ হল, 8 জিবি র‌্যাম, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে 6000mAh ব্যাটারি

Vivo Y37 Pro আজ প্রত্যাশা মতো আজ চীনে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে 20 হাজার টাকার কাছাকাছি। ফিচারের কথা বললে, এই ফোনে আছে 120…

vivo y37 pro launched with snapdragon 4 gen 2 processor 6000mah battery price specifications

Vivo Y37 Pro আজ প্রত্যাশা মতো আজ চীনে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে 20 হাজার টাকার কাছাকাছি। ফিচারের কথা বললে, এই ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন প্রসেসর ও 6,000 এমএএইচ ব্যাটারি। আর Vivo Y37 Pro কেবল 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y37 Pro এর দাম

ভিভো ওয়াই37 প্রো এর 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 255 ডলার, যা প্রায় 21,400 টাকার সমান। এটি তিনটি কালারে এসেছে। আশা করা হচ্ছে এটি শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে।

আরও পড়ুন : সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor Play 9T, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো ওয়াই37 প্রো এর ফিচার ও স্পেসিফিকেশন

Vivo Y37 Pro ফোনের সামনে দেখা যাবে 6.68-ইঞ্চি 120 হার্টজ এইচডি এলসিডি, যা 1,000 নিটস পিক ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ যুক্ত করা হয়েছে।এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo Y37 Pro ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আরও পড়ুন : অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে স্মার্টফোনের জগতে নতুন অধ্যায় লিখবে Oppo Find X8 সিরিজ

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি আইপি৬৪ ওয়াটার প্রোটেকশন সহ এসেছে। সাথে পাওয়া যাবে স্টেরিও স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন