লঞ্চের আগেই দাম ফাঁস, Samsung Galaxy Tab S10 Plus 5G ও Tab S10 Ultra 5G কিনতে কত খরচ হবে

Samsung Galaxy Tab S10 সিরিজের আর কিছুদিনের মধ্যেই বাজারে পা রাখবে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে – Galaxy Tab S10 Plus 5G ও Tab…

samsung galaxy tab s10 plus 5g tab s10 ultra 5g price storage colour leaked

Samsung Galaxy Tab S10 সিরিজের আর কিছুদিনের মধ্যেই বাজারে পা রাখবে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে – Galaxy Tab S10 Plus 5G ও Tab S10 Ultra 5G। যদিও সংস্থার তরফে এদের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে টিপস্টারদের মারফত এদের বিশেষ কিছু ফিচার ইতিমধ্যেই সামনে এসেছে। আজ আবার Samsung Galaxy Tab S10 Plus 5G ও Tab S10 Ultra 5G এর দাম ফাঁস হয়েছে। সুইস সাইট Svztechinfo এর‌ তরফ থেকে এদের স্টোরেজ ভ্যারিয়েন্ট, কালার অপশন ও দাম প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy Tab S10 সিরিজের স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্ট

রিপোর্টে বলা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 প্লাস 5জি এবং ট্যাব এস10 আল্ট্রা 5জি উভয়ই দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে – 256 জিবি এবং 512 জিবি। আল্ট্রার একটি টপ-এন্ড ভ্যারিয়েন্টও থাকবে, যা 1TB স্টোরেজ অফার করবে। কালারের কথা বললে, এটি গ্রে এবং সিলভারের মত ক্লাসিক কালারে পাওয়া যাবে।

Samsung Galaxy Tab S10 সিরিজের দাম

রিপোর্ট থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 প্লাস 5জি এবং ট্যাব এস10 আল্ট্রা 5জি এর সুইস প্রাইসিং (সিএইচএফ) সামনে এসেছে। যদিও বোঝার সুবিধার্থে আমরা একে ইউরো (ইউরো) এবং ভারতীয় টাকায় (আইএনআর) জানাবো।

Samsung Galaxy Tab S10+ Wi-Fi

ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 1260 ইউরো বা প্রায় 1,17,363 টাকা টাকা হবে।

আবার এর 12 জিবি র‌্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে প্রায় 1390 ইউরো বা প্রায় 1,29,309 টাকা।

Samsung Galaxy Tab S10+ 5G

এদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 প্লাস 5জি এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 1410 ইউরো বা প্রায় 1,31,307 টাকা রাখা হবে।

আবার এর 12 জিবি র‌্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে প্রায় 1517 ইউরো বা প্রায় 1,41,262 টাকা।

Samsung Galaxy S10 Ultra Wi-Fi

Samsung Galaxy S10 Ultra Wi-Fi এর 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 1496 ইউরো বা প্রায় 1,39,271 টাকা রাখা হতে পারে।

আর এর 12 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকতে পারে প্রায় 1624 ইউরো বা প্রায় 1,51,217 টাকা।

আবার ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের 16 জিবি র‌্যাম এবং 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হতে পারে 1956 ইউরো বা প্রায় 1,82,039 টাকা।

Samsung Galaxy S10 Ultra 5G

5G মডেলের 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 1657 ইউরো বা প্রায় 1,54,170 টাকা থাকবে।

এছাড়া 12 জিবি র‌্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে লাগবে প্রায় 1785 ইউরো বা প্রায় 1,66,114 টাকা।

আবার টপ এন্ড অর্থাৎ 16 জিবি র‌্যাম এবং 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 2116 ইউরো বা প্রায় 1,96,968 টাকা থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন