৮০০০ টাকার কমে ৮ জিবি র‌্যাম সহ Itel City 100 স্মার্টফোন লঞ্চ হল, ডিসপ্লে ভাঙলে ফ্রি রিপেয়ার

ভারতের বাজেট ফোনের বাজারে এল Itel City 100। এর দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। কোম্পানির তরফে এই একে “দুর্দান্ত টিকে থাকার ক্ষমতাসম্পন্ন” স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। এই হ্যান্ডসেটে পাওয়া যাবে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেটিং, ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সফটওয়্যার। আইটেল জানিয়েছে, এই ফোনটি ২০ ডিগ্রি থেকে শুরু করে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতায় কাজ করতে সক্ষম। বাজেট রেঞ্জে এমন রাগড এবং টেকসই ফোন সত্যিই বিরল। আসুন Itel City 100 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Itel City 100 এর ভারতে দাম ও অফার

আইটেল সিটি ১০০ এর একমাত্র ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৫৯৯ টাকা। লঞ্চ অফারে এর সাথে পাওয়া যাবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার, যার মূল্য প্রায় ২,৯৯৯ টাকা।

এছাড়া আইটেল সিটি ১০০ কেনার ১০০ দিনের মধ্যে একবার বিনামূল্যে স্ক্রিন বদল করার সুবিধা মিলবে। ফোনটি শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে। এটি ফেয়ারি পার্পেল, পিওর টাইটেনিয়াম এবং নেভি ব্লু কালার অপশনে এসেছে।

Itel City 100 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিজাইন ও ডিসপ্লে

আইটেল সিটি ১০০ মাত্র ৭.৬৫ মিমি পুরু। এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৫-ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৭০০ নিট পর্যন্ত।

প্রসেসর ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য আইটেল সিটি ১০০ মডেলে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 চিপসেট। সঙ্গে আছে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। তাই অ্যাপ সুইচিং বা হালকা গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি হতাশ করবে না বলেই মনে হচ্ছে।

অপারেটিং সিস্টেম ও AI ফিচার

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। Itel-এর নতুন AI অ্যাসিস্ট্যান্ট Aivana 3.0 এতে পাওয়া যাবে। এই Aivana দিয়ে আপনি ছবি থেকে লেখাকে এক ক্লিকে টেক্সটে রূপান্তর করতে পারবেন, এমনকি সেই টেক্সটকে সরাসরি Word, PDF বা Excel ফাইলে রূপান্তর করাও সম্ভব হবে।

ব্যাটারি ও ক্যামেরা

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য Itel City 100 এর পিছনে আছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার সঙ্গে রয়েছে IR ব্লাস্টার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।