১০ হাজার টাকার কমে আসছে HMD Bold স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন বড় ব্যাটারি

HMD ভারতে তাদের পরবর্তী বাজেট ফোন HMD Bold লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর কিছু ফিচার সামনে এসেছে। আবার সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে, এই ফোনটির দাম ১০ হাজার টাকার কম রাখা হতে পারে। এই ডিভাইসটি মূলত তাদের জন্য উপযুক্ত হবে যারা হোয়াটসঅ্যাপ চালানো, ইউটিউব দেখা, ফোন কল এবং ক্যামেরা ব্যবহার করার মতো দৈনন্দিন কাজের জন্য ফোন কিনতে চান। আসুন HMD Bold সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
HMD Bold এর সম্ভাব্য দাম
রিপোর্ট অনুযায়ী, এইচএমডি বোল্ড এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হতে পারে ৭,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম + ২৫৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ৯,৯৯৯ টাকা। এই দামে ডিভাইসটি রেডমি, রিয়েলমি, ইনফিনিক্সদের টেক্কা দেবে।
HMD Bold এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
এক্স (আগে টুইটার) ব্যবহারকারী @smashx_60 তার পোস্টে দাবি করেছেন যে, এইচএমডি বোল্ড স্মার্টফোনে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ডিসপ্লে নিয়ে খুব বেশি চমক না থাকলেও, এই দামে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যথেষ্ট ভালো বিকল্প।
পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T7200 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এইচএমডি বোল্ড ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য HMD Bold ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। ফোনটি দুটি রঙে আসবে – নীল এবং বাদামী।
এই স্মার্টফোনের পাশাপাশি HMD সম্ভবত আরও একটি ফোন নিয়ে কাজ করছে, যার নাম রাখা হতে পারে Skyline 2 বা Skyline 2 GT। তবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।