ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার OnePlus 13 কেনার সেরা সুযোগ, দাম কমছে ১০,০০০ টাকা

চলতি বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus 13। এর দাম শুরু হয়েছিল ৬৯,৯৯৯ টাকা থেকে। তবে ফোনটি শীঘ্রই ১০ হাজার টাকা ডিসকাউন্টে কেনা যাবে। আসন্ন Amazon Prime Day 2025 সেল উপলক্ষে এই ফ্ল্যাগশিপ ফোনের দাম সীমিত সময়ের জন্য কমানো হবে। আগামী ১২ জুলাই থেকে এই সেল শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এই সেলে ডিভাইসটি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস এবং ইএমআই সুবিধা সহ কেনা যাবে। শুধু OnePlus 13 নয়, সেলে কম দামে পাওয়া যাবে OnePlus 13R এবং 13s মডেলগুলিও।

OnePlus 13 ফোনের দাম ১০ হাজার টাকা কমলো

অ্যামাজন প্রাইম ডে সেলে ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হবে ৫৯,৯৯৯ টাকায়। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ মোট ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। উপরন্তু, এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৬৬,৪৯৭ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্টও মিলবে। আবার এর ইএমআই অপশন শুরু হচ্ছে প্রতি মাসে ৩,৩৯৪ টাকা থেকে, আর যারা নো কস্ট ইএমআই অপশন খোঁজ করছেন, তাদের জন্য মাসিক কিস্তি শুরু হবে ৫,৮৩৩ টাকা থেকে। এদিকে Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ২,০৯৯ টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

জানিয়ে রাখি, এই মুহূর্তে ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ানপ্লাস ১৩ এর বেস ভ্যারিয়েন্টের দাম এখন ৬৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি মডেলের দাম ৭৬,৯৯৯ টাকা এবং ২৪ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট‌ কিনতে খরচ হবে ৮৯,৯৯৯ টাকা।

এই ডিভাইসটি ছাড়াও অ্যামাজন প্রাইম ডে সেলে সাশ্রয়ী মূল্যে কেনা যাবে OnePlus 13R ও 13s। এক্ষেত্রে OnePlus 13R এর দাম ৫৪,৯৯৯ টাকা থেকে কমে হবে ৪৯,৯৯৯ টাকা, আর OnePlus 13s বিক্রি হবে মাত্র ৩৯,৯৯৯ টাকায়, যার আসল দাম ছিল ৪২,৯৯৯ টাকা।

তবে মনে রাখবেন, এই সেল শুধুমাত্র Amazon Prime মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ। এই সেলের সময় স্মার্টফোন ও মোবাইল অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। আর ICICI ও SBI ব্যাঙ্কের কার্ডধারীরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১৩ মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫.০ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে (১৪৪০x৩১৬৮ পিক্সেল), যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা বিভাগে পাওয়া যাবে Hasselblad ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার তিনটি ক্যামেরার রেজোলিউশন ৫০-মেগাপিক্সেল। সামনে রয়েছে ৩২-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।