কম দামে সেরা ফিচার, Lava Blaze AMOLED 2 ও Blaze Dragon এই মাসেই লঞ্চ হচ্ছে

লাভা শীঘ্রই ব্লেজ সিরিজের অধীনে লঞ্চ করতে চলেছে নতুন দুটি স্মার্টফোন, যাদের নাম Lava Blaze AMOLED 2 এবং Blaze Dragon। যদিও এখনও এর লঞ্চের তারিখ জানা যায়নি, তবে ফোনগুলি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে বলে জানা গেছে। আর লাভা ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে Lava Blaze AMOLED 5G-এর জন্য মাইক্রো সাইট তৈরি করেছে। সেখান থেকে জানা গেছে এতে ৬.৬৭ ইঞ্চি বড় ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট থাকবে। আর ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।
Lava Blaze AMOLED 2 এবং Blaze Dragon এই মাসেই হবে
প্রেস রিলিজে লাভা জানিয়েছে, জুলাই মাসের মধ্যেই ভারতে লঞ্চ হবে ব্লেজ অ্যামোলেড অ্যামোলেড ২ ও ব্লেজ ড্রাগন। যদিও ঠিক কোন দিন এদের উপর থেকে পর্দা সরানো হবে তা এখনও সামনে আনা হয়নি। তবে লাভা নিশ্চিত করেছে যে, ফোনগুলি মূলত মিড-রেঞ্জ ব্যবহারকারীদের টার্গেট করে আনা হবে।
Lava Blaze AMOLED 2 ও Blaze Dragon এর সম্ভাব্য স্পেসিফিকেশন
লাভা ব্লেজ অ্যামোলেড ২ সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। এটি স্লিম ডিজাইন সহ আসবে, থাকবে অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে ব্লেজ ড্রাগন মডেলটি নিয়ে লাভার তরফে বলা হয়েছে, এই ফোনে থাকবে “রেসপন্সিভ প্রসেসর” এবং “হাই-স্পিড স্টোরেজ”।
এদিকে টিপস্টার অভিষেক যাদবের দাবি, লাভা ব্লেজ ড্রাগন মডেলটি চালিত হবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেটে। আর ব্লেজ অ্যামোলেড ২ মডেলে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এতে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আশা করা যাচ্ছে, দুটি ফোনেই থাকবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম
এই নতুন দুই Blaze সিরিজের ফোনকে ঘিরে ইতিমধ্যেই ফ্যানদের মধ্যে কৌতূহল তুঙ্গে। বিশেষ করে Lava Blaze AMOLED 5G যেভাবে দুর্দান্ত ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে এসেছে, তাতে অনেকেই মনে করছেন এই নতুন ডিভাইসগুলিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।