৫৫ হাজার টাকার ফোন ২৮ হাজারে, সেলে Redmi, Oppo, iQOO ডিভাইসে বাম্পার ডিসকাউন্ট

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে Amazon Prime Day Sale। আর প্রতিবারের মতো এবারের সেলেও পাওয়া যাবে আকর্ষণীয় অফার। বিশেষ করে যারা নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটা দারুণ সুযোগ। কারণ প্রাইম ডে সেলে অনেক দামি ফোন পাওয়া যাবে প্রায় অর্ধেক দামে। এই প্রতিবেদনে আমরা ৩০ হাজার টাকার মধ্যে যেসব ফোন সেলে বিক্রি হবে তার লিস্ট শেয়ার করবো। এই লিস্টে Xiaomi, Honor থেকে শুরু করে iQOO এবং Oppo ব্র্যান্ডের স্মার্টফোন আছে।
অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোনের উপর সেরা ৫ ডিল
Honor 200 5G
অনার ২০০ ৫জি ফোনের আসল দাম ৩৯,৯৯৯ টাকা, কিন্তু প্রাইম ডে সেলে এটি কেনা যাবে মাত্র ২১,৭৪৮ টাকায়। আবার যদি SBI কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে পাওয়া যাবে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
iQOO Neo 10R 5G
আইকো নিও ১০আর ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজারমূল্য ৩৩,৯৯৯ টাকা। তবে অফারে এটি কেনা যাবে ২৭,৯৯৮ টাকায়। উপরন্তু, কুপন ডিসকাউন্ট ও নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহারে আরও ১৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। ফলে দাম কমে আসবে ২৬,৪৯৮ টাকায়।
Xiaomi 14 CIVI
অ্যামাজন প্রাইম ডে সেলে শাওমি ১৪ সিভি ডিভাইসটি পাওয়া যাবে ৫৪,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২৯,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে এর দাম ২৮ হাজার টাকার আশেপাশে চলে আসবে। এই ডিভাইসে OLED ডিসপ্লে, লাইটওয়েট ডিজাইন আর Leica ক্যামেরা সিস্টেম উপস্থিত।
Redmi Note 14 Pro+ 5G
রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রেগুলার প্রাইস ৩৬,৯৯৯ টাকা হলেও সেলে এটি ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার SBI কার্ড ব্যবহার করলে দাম কমে আসবে ২৮,৯৯৯ টাকায়।
Oppo F29 Pro 5G
ওপ্পো এফ২৯ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর আসল দাম ৩৪,৯৯৯ টাকা হলেও, সেলে এটি পাওয়া যাবে ২৮,৯৯৮ টাকায়। ব্যাঙ্ক অফারের মাধ্যমে ডিভাইসটি ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে।