Realme Note 70T: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি সহ রিয়েলমির নতুন ফোন আসছে

রিয়েলমি এবার ‘T’ সিরিজের নতুন ফোন বাজারে আনছে। Realme Note 70T নামের এই ডিভাইসটিকে কিছুদিন আগে একটি রিটেইলার সাইটে খুঁজে পাওয়া গিয়েছিল। যদিও সেই লিস্টিং দ্রুত সরিয়ে ফেলা হয়, তবে সেখান থেকে জানা গিয়েছিল যে, এই স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে বাজারে আসবে। এবার ইতালির এক অনলাইন রিটেইলারের সাইট থেকে Realme Note 70T সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ্যে এল, যার মধ্যে রয়েছে অফিসিয়াল রেন্ডার ছবি ও মুখ্য স্পেসিফিকেশন। যদিও এখনো এর দাম সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী, চলতি মাসেই ডিভাইসটি বাজারে আসতে পারে।

Realme Note 70T এর রেন্ডার ছবি ও ফিচার ফাঁস

ইতালিয়ান রিটেইলার সাইট Bite.it থেকে জানা গেছে, রিয়েলমি নোট ৭০টি এর মডেল নম্বর RMX5313। এর পরিমাপ ১৬১.৭ x ৭৪.৭ x ৭.৬ মিমি এবং ওজন ১৮৫ গ্রাম। ফোনটি IP64 রেটিং সহ এসেছে, যার অর্থ হল, ধুলো ও জল থেকে সুরক্ষিত থাকবে। এতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি অ্যামোলেড ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি নোট ৭০টি ডিভাইসে ইউনিসক T7250 প্রসেসর ব্যবহার করা হবে, যার সঙ্গে থাকবে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। চার্জিং স্পিড যদিও লিস্টিং-এ উল্লেখ নেই, তবে FCC-এর ডেটাবেস বলছে, এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে, যার সাথে থাকবে LED ফ্ল্যাশ। আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Realme Note 70T এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কালার অপশনের কথা বললে, Realme Note 70T গোল্ড ও ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Photo Credit: xpertpick