Honor Play 70 Plus কম দামে 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

চীনে আজ প্রত্যাশা মতোই লঞ্চ হল Honor Play 70 Plus। এর দাম শুরু হয়েছে প্রায় ১৭,০০০ টাকা থেকে। ফিচারের কথা বললে, এই ফোনে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও এইচডি প্লাস ডিসপ্লে। Honor Play 70 Plus দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Play 70 Plus এর দাম ও কালার অপশন
Honor Play 70 Plus মডেলের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য ১৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,০০০ টাকা। আর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩৯৯ ইউয়ান, যা প্রায় ১৯,০০০ টাকার সমান। ফোনটি চারটি কালার অপশনে পাওয়া যাবে – জেড ড্রাগন শো, প্যানটম নাইট ব্ল্যাক, কুইক স্ট্যান্ড পিঙ্ক এবং শাওশ্যানকিং।
Honor Play 70 Plus এর ফিচার ও স্পেসিফিকেশন
অনার প্লে ৭০ প্লাস ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৭০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য অ্যালুমিনসেলুকেট গ্লাসের প্রটেকশন এতে উপস্থিত। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এড্রেনো এ৬১৯ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।
ফটোগ্রাফির জন্য Honor Play 70 Plus এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার) এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার) সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে এআই এলিমিনেট ও এআই এক্সপ্যান্ড ইমেজ AI এর মতো ফিচার অন্তর্ভুক্ত আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি এই ব্যাটারি ৫ বছর পরেও ভালো পারফর্ম করবে। Honor Play 70 Plus এর অন্যান্য ফিচারের মধ্যে আছে IP65 রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রোক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।