Poco M7 Plus 5G রিভার্স চার্জিং ও 7000mAh ব্যাটারি সহ আসছে, কবে ভারতে লঞ্চ হচ্ছে

আগামী সপ্তাহে ভারতে আসছে Poco M7 Plus 5G। বৃহস্পতিবার সংস্থার তরফে এই স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। এর আগে এই সিরিজের অধীনে দুটি ফোন বাজারে এসেছে – Poco M7 5G ও Poco M7 Pro 5G। এবার এদের সাথে সিরিজের তৃতীয় মডেল জুড়তে চলেছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart এই ডিভাইসের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে। এখানে Poco M7 Plus 5G এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার উল্লেখ করা হয়েছে।

Poco M7 Plus 5G এর সম্ভাব্য ফিচার

Poco M7 Plus 5G স্মার্টফোনের মূল আকর্ষণ হবে সিলিকন-কার্বন প্রযুক্তির ৭,০০০ এমএএইচ ব্যাটারি। আর ডিভাইসটি রিভার্স চার্জিংয়ের সুবিধা নিয়ে আসবে, যার ফলে এই ফোন দিয়েই অন্য স্মার্টফোন বা ছোট ইলেকট্রনিক ডিভাইস চার্জ করা যাবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এটি ৭,০০০ এমএএইচ ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন হবে।

এর পাশাপাশি জানানো হয়েছে যে, পোকো এম৭ প্লাস ৫জি ফুল চার্জে ১২ ঘণ্টা পর্যন্ত ন্যাভিগেশন, ২৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে, ২৭ ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে এবং ১৪৪ ঘণ্টা অফলাইন মিউজিক প্লেব্যাক চালাতে দেবে।

এর আগে জানা গিয়েছিল, Poco M7 Plus 5G এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট। আর ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন হবে ৫০ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Poco M7 Plus 5G এর লঞ্চের তারিখ ও ভারতে সম্ভাব্য দাম

Poco M7 Plus 5G আগামী ১৩ আগস্ট দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। তবে আগমনের তারিখ নিশ্চিত করলেও, এর দাম নিয়ে এখনও মুখ খোলেনি পোকো। আমাদের অনুমান ভারতে এর মূল্য ১৫,০০০ টাকার কম রাখা হবে। লঞ্চের পর এটি Flipkart থেকে কেনা যাবে।