Oppo F31 5G, F31 Pro ও F31 Pro Plus ভারতে 7000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে

আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo F31 সিরিজ। ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিরিজের ফোনগুলি এদেশে লঞ্চ হতে চলেছে। নয়া এই সিরিজের জন্য ডিউরেবল চ্যাম্পিয়ন ট্যাগলাইন ব্যবহার করেছে কোম্পানিট। তবে লঞ্চের তারিখ ছাড়া ওপ্পো এখনও ডিভাইসগুলির ফিচার সম্পর্কে কিছু জানায়নি। তবে টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে, এই সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে – Oppo F31, F31 Pro ও F31 Pro Plus। পাশাপাশি তিনি এদের ফিচারও সামনে এনেছেন।

Oppo F31 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার দাবি করেছেন যে, Oppo F31 5G মডেলের সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৬ ওয়াটারপ্রুফ রেটিং সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Oppo F31 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (প্রত্যাশিত)

Oppo F31 Pro 5G সম্পর্কে টিপস্টার বলেছেন যে, এই মডেলে থাকবে ৬.৫৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আর ডিভাইসটি চলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর দ্বারা। ক্যামেরা বিভাগের কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ৭০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং থাকবে।

Oppo F31 Pro Plus 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (লিক)

Oppo F31 Pro Plus 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করবে। স্মার্টফোনটি ৭০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে পাওয়া যাবে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং সহ ৩৬০ ডিগ্রি আর্মার বডি।