Flipkart Big Billion Days Sale 2025: বাম্পার ছাড়ে Poco F7 5G থেকে শুরু করে Poco M7 5G স্মার্টফোন

Flipkart Big Billion Days Sale 2025 আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। তবে ফ্লিপকার্ট প্লাস ও ফ্লিপকার্ট ব্ল্যাক মেম্বাররা একদিন আগে থেকেই এই সেলে কেনাকাটা করতে পারবেন। এই সেলে Poco ফোনের ওপর আকর্ষণীয় অফার পাওয়া যাবে। এরজন্য কোম্পানিটি ‘Poco Festive Madness‘ ক্যাম্পেইনের ঘোষণা করেছে। সেল চলাকালীন Poco X7 Pro 5G, Poco M7 5G, Poco M7 Plus 5G এবং Poco F7 5G-এর মতো স্মার্টফোন কম দামে বিক্রি হবে। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ক্রেতারা ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন।

Poco ফোনে অফার Flipkart Big Billion Days সেলে

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের মাইক্রোসাইট থেকে জানা গেছে, সেলের সময় Poco X7 Pro 5G, Poco M7 5G, Poco M7 Plus 5G এবং Poco F7 5G সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে। যদিও এগুলি ঠিক কত দামে তালিকাভুক্ত থাকবে তা এখনও জানা যায়নি। এরজন্য আমাদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Poco X7 5G এর দাম ও ফিচার

Poco X7 5G জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা চিপসেট এবং ৬৫৫০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Poco M7 5G এর দাম ও স্পেসিফিকেশন

মার্চ মাসে আসা Poco M7 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯,৯৯৯ টাকা। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২চিপসেটে ও ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে।

Poco M7 Plus 5G এর মূল্য ও বৈশিষ্ট্য

Poco M7 Plus 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৩,৯৯৯ টাকা। এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Poco F7 5G

চলতি বছরের জুন মাসে লঞ্চ হয়েছিল পোকো এফ৭ ৫জি।‌ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। এতে আছে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর।