Vivo Y31 5G স্ন্যাপড্রাগন প্রসেসর ও 6 জিবি র্যাম সহ বাজারে আসছে, দেখা গেল গুগল প্লে কনসোল ও Geekbench সাইটে

সম্প্রতি বাজারে এসেছে Vivo T4x 5G এর রি-ব্র্যান্ডেড ভার্সন Y31 Pro 5G। এবার কোম্পানি Vivo Y31 5G বাজারে আনার পরিকল্পনা করছে। সম্প্রতি সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটিকে Google Play Console এর ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। পাশাপাশি স্মার্টফোনটি Geekbench বেঞ্চমার্ক সাইটেও উপস্থিত হয়েছে। ফলে আসন্ন হ্যান্ডসেটটির প্রসেসর, র্যাম, ডিসপ্লে ও অপারেটিং সিস্টেমের পাশাপাশি ডিজাইন সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।
Vivo Y31 5G তালিকাভুক্ত হল Google Play Console সাইটে
গতকাল Vivo Y31 5G স্মার্টফোনকে ‘V2521’ মডেল নম্বর এবং ৬ জিবি র্যাম সহ গুগল প্লে কনসোলে দেখা গেছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। আবার পারফরম্যান্সের জন্য থাকবে ২.২০ গিগাহার্টজ-ক্লকড স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ। এতে ৩০০ ডিপিআই স্ক্রিন ডেন্সিটি ও ৭২০ x ১৬০৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে।
Vivo Y31 5G এর ডিজাইন
এছাড়া ভিভো ওয়াই৩১ ৫জি ফোনের সামনের দিকের ছবিও গুগল প্লে কনসোলের ডেটাবেসে রয়েছে। এতে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে, যেখানে সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনের মাঝবরাবর উপরে পাঞ্চ-হোল থাকবে। ডিসপ্লের নীচে মোটা চিন দেখা গেছে। আর ভলিউম রকার এবং পাওয়ার বাটন ডান পাশে দেওয়া হবে।
Vivo Y31 5G এর Geekbench লিস্টিং
গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে Vivo Y31 5G সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৯০১ পয়েন্ট এবং ১৭৯৯ পয়েন্ট পেয়েছে। এখানে ডিভাইসটি ৪ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া এতে এড্রেনো ৬১৩ জিপিইউ ও অনির্দিষ্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। আমাদের মনে হচ্ছে এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট হতে পারে।