HMD Vibe 5G, HMD 101 4G ও HMD 102 4G ভারতে দশ হাজার টাকার কমে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে HMD Vibe 5G, HMD 101 4G এবং HMD 102 4G। এদের দাম শুরু হয়েছে ১,৮৯৯ টাকা থেকে। প্রথম মডেলটি 5G কানেক্টিভিটি সহ এসেছে। আবার এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাওয়া যাবে। এদিকে, HMD 101 4G এবং HMD 102 4G মডেলে আছে ২ ইঞ্চি কিউকিউভিজিএ ডিসপ্লে, ১০০০ এমএএইচ ব্যাটারি এবং কিপ্যাড। HMD 102 4G মডেলে LED ফ্ল্যাশ সহ কিউভিজিএ ক্যামেরা উপস্থিত।
HMD Vibe 5G, HMD 101 4G, HMD 102 4G ভারতে দাম, উপলব্ধতা
HMD Vibe 5G এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। তবে এটি বর্তমানে ৮,৯৯৯ টাকায় কেনা যাবে। HMD 101 4G এবং HMD 102 4G এর দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৮৯৯ টাকা এবং ২,১৯৯ টাকা। ফোনগুলি HMD India ওয়েবসাইট, নির্বাচিত ই-কমার্স প্ল্যাটফর্ম এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
কালার অপশন
HMD Vibe 5G মডেলটি ব্ল্যাক এবং পার্পেল রঙে এসেছে। এর সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে। HMD 101 4G ব্লু, ডিপ ব্লু এবং রেড কালার অপশন সহ লঞ্চ হয়েছে, যেখানে HMD 102 4G ডিপ ব্লু, পার্পেল এবং রেড ফিনিশে পাওয়া যাবে।
HMD Vibe 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
HMD Vibe 5G মডেলে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন। এতে অক্টা কোর ইউনিসক টি৭৬০ চিপসেট ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এটি দুই বছর ধরে সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য HMD Vibe 5G মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। আর সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
HMD Vibe 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর অন্যান্য বিশেষত্বের মধ্যে আছে স্টেরিও স্পিকার, ডেডিকেটেড নোটিফিকেশন লাইট ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
HMD 101 4G, HMD 102 4G এর ফিচার ও স্পেসিফিকেশন
HMD 101 4G এবং HMD 102 4G ফোনে ২৪০×৩২০ পিক্সেল রেজোলিউশন সহ ২ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে আছে। ডিভাইস দুটি ইউনিসক ৮৯১০ এফ এফ-এস চিপসেট দ্বারা চালিত। এগুলিতে ১৬ এমবি অনবোর্ড স্টোরেজ আছে। তবে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্কোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। উভয় হ্যান্ডসেট S30+ অপারেটিং সিস্টেমে চলে।
HMD 102 4G এর পিছনে ফ্ল্যাশ সহ একটি কিউভিজিএ ক্যামেরা বর্তমান। আর উভয় মডেলেই FM রেডিও, MP3 প্লেয়ার, ক্লাউড অ্যাপ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এগুলিতে ১,০০০ এমএএইচ অপসারণযোগ্য ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইস দুটি ডুয়েল সিম সাপোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.০ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সহ এসেছে। HMD 101 4G এবং HMD 102 4G উভয় ফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫২ রেটিং রয়েছে।