Samsung Galaxy A35 5G পাওয়া যাবে 18 হাজার টাকার কমে, অবিশ্বাস্য ডিল প্রকাশ করল Flipkart

Samsung এর স্মার্টফোন ভারতে ব্যাপক জনপ্রিয়। ব্র্যান্ডটি সমস্ত ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন রেঞ্জের ফোন বাজারে আনে। আর মাঝেমধ্যে কোম্পানির ডিভাইসগুলি অফারের সাথে পাওয়া যায়। যেমন আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Flipkart Big Billion Days সেলে সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডের বেশ কয়েকটি হ্যান্ডসেট কেনা যাবে। তবে এই প্রতিবেদনে আমরা কেবল Samsung Galaxy A35 5G এর সাথে পাওয়া ডিল সম্পর্কে বলবো।

Samsung Galaxy A35 5G কেনা যাবে ২০ হাজার টাকার কমে

মিডরেঞ্জ সেগমেন্টে Samsung এর সর্বাধিক বিক্রিত ডিভাইস হল Galaxy A35 5G। এই ফোনটিই প্রথমবার ২০,০০০ টাকারও কম দামে পাওয়া যাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ডিভাইসটির সাথে লোভনীয় অফার মিলবে। এই হ্যান্ডসেটে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও এক্সিনস ১৩৮০ প্রসেসর।

Samsung Galaxy A35 5G কত দামে পাওয়া যাবে

এই মুহূর্তে ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে বিগ বিলিয়ন ডেজ সেলে এটি অনেক কম মূল্যে বিক্রি হবে। সেলে এর দাম ১৭,xxx টাকা রাখা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, সমস্ত অফারের লাভ ওঠাতে পারলে স্মার্টফোনটি ১৮ হাজার টাকারও কম দামে পাওয়া যাবে।

Samsung Galaxy A35 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি মডেলে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে স্যামসাং এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে Galaxy AI ফিচার সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।