Oppo Find X9 Pro ফোনে থাকবে Dimensity 9500 প্রসেসর সহ 16 জিবি র্যাম, দেখা গেল Geekbench-এ

অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে Oppo Find X9 সিরিজ। ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে এই লাইনআপে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট থাকবে। এছাড়া কোম্পানির তরফে কয়েকদিন আগে Oppo Find X9 Pro এর AnTuTu বেঞ্চমার্ক স্কোরও টিজ করা হয়েছে। আজ আবার এই ফোনটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে। এখানেও ডিভাইসটি Oppo PLG110 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Oppo Find X9 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার (ফাঁস)
ওপ্পো-র প্রোডাক্ট ম্যানেজার Zhou Yibao সম্প্রতি একটি উইবো পোস্টে জানিয়েছেন যে, Find X9 সিরিজে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। এই প্রসেসর সহ আসা প্রথম স্মার্টফোন সিরিজ হবে Find X9 লাইনআপ। এই প্রসেসরটি আগামী ২২ সেপ্টেম্বর লঞ্চ হবে।
ম্যানেজার আরও বলেছেন, Oppo Find X9 Pro হ্যান্ডসেটটি AnTuTu V11 বেঞ্চমার্কে সাইটে ৪,০৪৫,৯৯৭ স্কোর করেছে। এই স্কোর জানান দেয় যে ডিভাইসটি দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে।
Oppo Find X9 Pro উপস্থিত হল Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে
আজ আবার Oppo Find X9 Pro ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে। এখানে সিঙ্গেল কোর টেস্টে ৩,৩৯৪ এবং মাল্টি কোর টেস্টে ৯,৯৭৪ স্কোর করেছে ডিভাইসটি। জানা গেছে এতে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ও ১৬ জিবি র্যাম থাকবে।
এদিকে উইবো সাইটে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে যে Oppo Find X9 সিরিজে টিয়ানমা মাইক্রোইলেকট্রনিক্স দ্বারা নির্মিত ওএলইডি ডিসপ্লে থাকবে। আর এই সিরিজটি অক্টোবরে চীনে লঞ্চ হবে। ডিভাইসগুলিতে হ্যাসেলব্লাড টিউনড রিয়ার ক্যামেরা থাকবে। আর Find X9 Pro মডেলে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সিরিজের বেস মডেলে দেওয়া হবে ৭০২৫ এমএএইচ ‘গ্লেসিয়ার’ ব্যাটারি, যেখানে Find X9 Pro হ্যান্ডসেটে থাকবে ৭৫০০ এমএএইচ ব্যাটারি।