2K OLED ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে iQOO 15

রিয়েলমি ইন্ডিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা ভারতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন হিসেবে Realme GT 8 Pro লঞ্চ করতে চলেছে। এর মাত্র কয়েক ঘন্টা পরেই, iQOO আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারাও একই ফ্ল্যাগশিপ চিপসেট সহ iQOO 15 ভারতীয় বাজারে আনতে চলেছে। iQOO দাবি করেছে যে আসন্ন ডিভাইসটি “GOAT পারফরম্যান্স” প্রদান করবে। যদিও এছাড়া হ্যান্ডসেটটি সম্পর্কে আর কিছু জানা যায়নি।

iQOO 15 ভারতে লঞ্চ হতে চলেছে

আইকো ইন্ডিয়া সম্প্রতি অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানিয়েছে যে তারা শীঘ্রই ভারতে iQOO 15 লঞ্চ করতে চলেছে। তবে টিজার পোস্টারে লঞ্চের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যদিও অতীতের প্যাটার্ন অনুসরণ করলে কোম্পানি iQOO 15 নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ভারতে নিয়ে আসবে বলে আশা করা যায়। কারণ পূর্বসূরী, iQOO 13 ভারতে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে লঞ্চ হয়েছিল।

iQOO 15 এর ফিচার ও স্পেসিফিকেশন (প্রত্যাশা)

এখনও পর্যন্ত কোম্পানির তরফে আইকো ১৫ এর কোনো স্পেসিফিকেশন সামনে আনা হয়নি। আগামী মাসে এটি চীনে লঞ্চ হবে। রিপোর্ট থেকে জানা গেছে, আইকো ১৫ ডিভাইসে পাওয়া যাবে ৬.৮৫ ইঞ্চি ২কে স্যামসাং এভারেস্ট ডিসপ্লে, যা ২কে ই৬ ওএলইডি প্রযুক্তি সহ আসবে। প্যানেলটি ৬০০০ নিট পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩২০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং ৮টি এলটিপিও প্রযুক্তি অফার করবে। এছাড়া এতে আল্ট্রা-লো মোশন ব্লার, ট্রিপল TÜV সার্টিফিকেশন (ফ্লিকার-ফ্রি, পোলারাইজার-ফ্রি, এবং গেমিং আই প্রোটেকশন) এবং আই কমফোর্ট ২.০ এবং ১ নিট আল্ট্রা-ডিম স্লিপ মোড সাপোর্ট করবে।

লভ্যতার কথা বললে iQOO 15 প্রথমে চীনে লঞ্চ হবে, তারপরে ভারত আসবে। গ্লোবাল ভ্যারিয়েন্টে চীনা মডেলের মতো স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও আগেরবার ব্যাটারি ক্যাপাসিটিতে পার্থক্য দেখা গিয়েছিল। iQOO 13 চীনে ৬১৫০ এমএএইচ ব্যাটারি সহ এলেও ভারতে এটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আত্মপ্রকাশ করেছিল।

এদিকে Vivo ও iQOO সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা এবার ভারত সহ গ্লোবাল মার্কেটে OriginOS কাস্টম স্কিন লঞ্চ করবে, যা এতদিন কেবল চীনে সীমাবদ্ধ ছিল। ফলে iQOO 15 মডেলে FuntouchOS এর পরিবর্তে এই নতুন ওএস পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ এর উপর ভিত্তি করে আসবে।