চাহিদা বেশি, স্টক কম, iPhone 17 এর দাম অনেকটাই বাড়াচ্ছে Apple

আপনি যদি নতুন iPhone 17 কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে তাড়াতাড়ি কিনে নিন। আসলে সম্প্রতি একজন টিপস্টার দাবি করেছেন যে শীঘ্রই এই ফোনের দাম বাড়তে চলেছে। গত সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হওয়া iPhone 17 মডেলটি ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থেকে পাওয়া যায়। টিপস্টার বলেছেন যে ভারতে হ্যান্ডসেটটির সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বাড়াতে পারে। ডিভাইসটির চাহিদার তুলনায় কম স্টক থাকায় Apple এই পথে হাঁটতে পারে ।

ভারতে iPhone 17 এর দাম বাড়ার সম্ভাবনা

ভারতে আইফোন ১৭ এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮২,৯০০ টাকা। আবার এর ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০২,৯০০ টাকা। ডিভাইসটি বর্তমানে Apple India ওয়েবসাইটে এই মূল্যের সাথে তালিকাভুক্ত আছে

তবে টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন iPhone 17 এর ২৫৬ জিবি এবং ৫১২ জিবি কনফিগারেশনের দাম ৭,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তার দাবি সত্যি হলে, ফোনটির সমস্ত ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৮৯,৯০০ টাকা ও ১০৯,৯০০ টাকা হবে।

তবে টিপস্টার জানিয়েছেন, ক্রেতাদের জন্য কোম্পানি অতিরিক্ত ব্যাঙ্ক ছাড় দিতে পারে। আর এই দাম বৃদ্ধির পিছনে দুটি কারণ থাকতে পারে – কম স্টক এবং ক্রেতাদের মধ্যে উচ্চ চাহিদা।

এছাড়া মেমোরি কম্পোনেন্টের দামের সাম্প্রতিক বৃদ্ধিও মূল্য পরিবর্তনের পিছনে বড় কারণ হতে পারে। পিসি এবং স্মার্টফোন মেমোরি চিপ, বিশেষ করে ডাইনামিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি (DRAM) বাজারে দুষ্প্রাপ্য, যার ফলে উল্লেখযোগ্য দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।