মাত্র ১০০০ ইউনিট পাওয়া যাবে, লঞ্চ হল Nothing Phone 3a Community Edition, রয়েছে ইউনিক ডিজাইন

মঙ্গলবার ভারতে লঞ্চ হল Nothing Phone 3a Community Edition। এটি এই বছরের মার্চ মাসে আসা Nothing Phone 3a-এর একটি বিশেষ ভার্সন। কোম্পানির তরফে বলা হয়েছে, সদ্য বাজারে আসা হ্যান্ডসেটটি আদতে তাদের কমিউনিটি প্রোজেক্টের অংশ, যেখানে Nothing Community-এর ৭০০ জনেরও বেশি মেম্বারের জমা থেকে ডিজাইন এবং UI ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানির মতে, Nothing Phone 3a Community Edition সম্পূর্ণ নতুন ডিজাইন, অনন্য লক স্ক্রিন ওয়াচ এবং একটি নতুন ওয়ালপেপার সহ এসেছে।
Nothing Phone 3a Community Edition এর ভারতে দাম, উপলব্ধতা
Nothing Phone 3a Community Edition এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২৮,৯৯৯ টাকা। এই স্পেশাল ভার্সনটির মাত্র ১,০০০ ইউনিট তৈরি করা হবে, যা সমস্ত বাজারে পাওয়া যাবে।
ভারতে ১৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে একটি এক্সক্লুসিভ স্পেশাল ড্রপ ইভেন্টে নাথিং ফোন ৩এ কমিউনিটি এডিশন কেনা যাবে বলে জানা গেছে।
Nothing Phone 3a Community Edition এর ফিচার ও স্পেসিফিকেশন
নাথিং ফোন ৩এ কমিউনিটি এডিশন স্ট্যান্ডার্ড মডেলের মতো একই ফিচার এবং স্পেসিফিকেশন অফার করে। অর্থাৎ এতে পাওয়া যাবে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের ৬.৭৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে। সাথে পান্ডা গ্লাস এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৪ রেটিং উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ভার্চুয়াল র্যাম সাপোর্টের মাধ্যমে মোট র্যাম ২০ জিবি হবে।
ফটোগ্রাফির জন্য Nothing Phone 3a Community Edition মডেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ওআইএস এবং ইআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২এক্স অপটিক্যাল জুম সহ ৫০ টেলিফোটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

