চীনের বাইরে 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সহ লঞ্চ হল Redmi Note 15 Pro+ 5G, Note 15 Pro 5G, Note 15 5G

চীনের ফর এবার পোল্যান্ডে লঞ্চ হল Redmi Note 15 Pro+ 5G, Note 15 Pro 5G এবং Note 15 5G। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলা স্মার্টফোনগুলিতে দেওয়া হয়েছে ৬,৫৮০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি। আর Redmi Note 15 Pro+ 5G এবং Redmi Note 15 Pro 5G মডেলে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে, অন্যদিকে স্ট্যান্ডার্ড মডেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। Redmi Note 15 5G ফোনটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেটে চলে, আর Redmi Note 15 Pro 5G-তে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা। এদিকে Redmi Note 15 Pro+ 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর।
Redmi Note 15 Pro+ 5G, Note 15 Pro 5G, Note 15 5G-এর দাম
Redmi Note 15 Pro+ 5G এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ পোলিশ জলোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯,০০০ টাকা)। এটি ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং মোচা ব্রাউন কালার অপশনে পাওয়া যায়।
Redmi Note 15 Pro 5G এর দাম ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৬৯৯ পোলিশ জলোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,০০০ টাকা) থেকে শুরু। এটি ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং টাইটানিয়াম শেডে উপলব্ধ।
Redmi Note 15 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৯৯ পোলিশ জলোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,০০০ টাকা)। এটি ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং মিস্ট পার্পল শেডে পাওয়া যাচ্ছে।
Redmi Note 15 Pro+ 5G, Note 15 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি নোট ১৫ প্রো+ ৫জি এবং রেডমি নোট ১৫ প্রো ৫জি ফোন দুটি শাওমির হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলে এবং এগুলিতে আছে ৬.৮৩-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে (১,২৮০x ২৭৭২), রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৩,২০০ নিটস। এই ডিসপ্লে গরিলা গ্লাস ভিকটাস ২ সাপোর্ট করে।
পারফরম্যান্সের কথা বললে, রেডমি নোট ১৫ প্রো+ ৫জি হ্যান্ডসেটে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসরে। অন্যদিকে, রেডমি নোট ১৫ প্রো ৫জি ডিভাইসে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা প্রসেসর।
ফটোগ্রাফির জন্য Redmi Note 15 Pro+ 5G এবং Note 15 Pro+ 5G উভয় মডেলে ওআইএস সহ ২০০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত। সাথে মিলবে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, প্লাস মডেলে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং প্রো মডেলে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। উভয় মডেলেই ডলবি অ্যাটমস এবং হাই-রেজ অডিও সাপোর্ট সহ স্টেরিও স্পিকার আছে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
Redmi Note 15 Pro+ 5G, Note 15 Pro 5G উভয় স্মার্টফোনে আইপি৬৮ রেটিংযুক্ত বিল্ড পাওয়া যাবে। এদিকে প্লাস হ্যান্ডসেটে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১০০ ওয়াট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করবে, অন্যদিকে Redmi Note 15 Pro 5G মডেলে ৬,৫৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Redmi Note 15 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Redmi Note 15 5G এর সামনে দেখা যাবে ৬.৭৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩২০০ নিটস, এবং এর সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এর পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত। সেলফির জন্য এতে আছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP65-রেটেড বিল্ড রয়েছে। ফোনটি ৫,৫২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

