OnePlus 15R Ace Edition ইউনিক ডিজাইন ও Snapdragon প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে

ভারতীয় ওয়ানপ্লাস ফোন প্রেমীদের জন্য সুখবর। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে OnePlus 15R ডিভাইসের পাশাপাশি ভারতে OnePlus 15R Ace Edition মডেলটিও লঞ্চ করা হবে। OnePlus 15R ভারতে তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এগুলি হবে চারকোল ব্ল্যাক, মিন্ট গ্রিন ও ইলেকট্রিক ভায়োলেট। শেষের কালার অপশনটি অন্য দুটি মডেলের তুলনায় বাহ্যিক কিছু পার্থক্য নিয়ে আসবে, তবে হ্যান্ডসেটটির মূল স্পেসিফিকেশন একই থাকবে।

OnePlus 15R Ace Edition ভারতে ১৭ ডিসেম্বর লঞ্চ হবে

ওয়ানপ্লাস একটি প্রেস নোটে জানিয়েছে যে, OnePlus 15R Ace Edition ভারতে Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি OnePlus 15R এবং OnePlus Pad Go 2 এর সাথে ১৭ ডিসেম্বর লঞ্চ হবে।

আর OnePlus 15R Ace Edition মডেলে ফাইবারগ্লাস ব্যাক প্যানেল থাকবে বলে টিজ করা হয়েছে। এতে বিশেষ কোটিং থাকবে যেখানে ডিজাইনের মধ্যে “Ace” শব্দটি খোদাই করা থাকবে।

তবে মনে রাখবেন, OnePlus 15R Ace Edition এর ডিজাইনে পরিবর্তন লক্ষ্য করা গেলেও এর স্পেসিফিকেশন OnePlus 15R এর মতোই। এতে থাকবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ১.৫কে অ্যামোলেড স্ক্রিন। ব্র্যান্ডের মতে, হ্যান্ডসেটটিতে ৪৫০ পিপিআই পিক্সেল ডেন্সিটি এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকবে।

এদিকে OnePlus 15R এর কথা বললে, এতে কম্পিউটেশনাল ফটোগ্রাফির জন্য DetailMax Engine থাকবে। সাথে আল্ট্রা ক্লিয়ার মোড, ক্লিয়ার বার্স্ট এবং ক্লিয়ার নাইট ইঞ্জিন প্রযুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে এবং OnePlus 15R হবে এই প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন। এই ফোনে নতুন G2 ওয়াই-ফাই চিপ এবং টাচ রেসপন্স চিপও থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।