OnePlus 15T ফোনে বড় চমক, আসছে 7500mAh ব্যাটারি ও Snapdragon প্রসেসরের সাথে

OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়ে বেশ কয়েকমাস ধরে জল্পনা চলছে। সংস্থার আসন্ন ডিভাইসটি OnePlus 15T নামে বাজারে আসবে। যদিও কোম্পানির তরফে এখনও হ্যান্ডসেটটি নিয়ে কিছু জানানো হয়নি। তবে এর কালার অপশন, র্যাম-স্টোরেজ সহ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন আজ সামনে এসেছে। জানা গেছে, OnePlus 15T প্রথমে চীনের বাজারে বছরের প্রথম কোয়ার্টারেই আসতে পারে। এরপর ভারতীয় বাজারে এটি OnePlus 15s নামে লঞ্চ হবে।
OnePlus 15T এর কালার অপশন, স্টোরেজ ও প্রসেসর
OnePlus 15T তিনটি কালার অপশনে আসতে পারে। যাদের নাম থাকবে হিলিং হোয়াইট চকলেট, রিলাক্সিং ম্যাচা ও পিওর কোকোয়া। উল্লেখ্য, OnePlus 13T ডিভাইসটি একাধিক কালার অপশনে এসেছিল, তবে এই নতুন নামগুলি আলাদা করে নজর কাড়ছে।
এছাড়া সামনে এসেছে যে, হ্যান্ডসেটটি ১২ জিবি র্যাম থেকে শুরু করে ১৬ জিবি পর্যন্ত অপশন সহ আসবে। একি সর্বোচ্চ ১টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মোট পাঁচটি ভ্যারিয়েন্টে আসতে পারে। পারফরম্যান্সের জন্য OnePlus 15T মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। এতে LTPO ডিসপ্লে, পাতলা ও সমান বেজেল পাওয়া যাবে। এর স্ক্রিন সাইজ হবে ৬.৩ ইঞ্চি, যা ১.৫কে রেজোলিউশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১৫টি মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। এর সাথে যোগ হবে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়া এতে IP69 রেটিং থাকার কথা শোনা যাচ্ছে।
আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭০০০ এমএএইচ এর বেশি, এমনকি ৭৫০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এর ওজন আনুমানিক ১৯৪ গ্রাম হতে পারে।

