লঞ্চের আগে Honor Magic 8 Pro Air ও Magic 8 RSR Porsche Design এর ফিচার ফাঁস

চীনে আগামী সপ্তাহেই লঞ্চ হতে চলেছে Honor Magic 8 সিরিজ। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে ধীরে ধীরে নানা তথ্য সামনে আনতে শুরু করেছে Honor। এইসব তথ্যগুলি ফ্যানদের ডিভাইস দুটি সম্পর্কে আরও কৌতূহলী করে তুলছে। এই সিরিজের অধীনে এই মুহূর্তে দুটি মডেল আসছে, Honor Magic 8 Pro Air এবং Magic 8 RSR Porsche Design। আজ কোম্পানির তরফে এদের ব্যাটারি ক্যাপাসিটি ও ক্যামেরা ফিচার ফাঁস করা হয়েছে।
একটি উইবো পোস্টে কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Honor Magic 8 Pro Air ফোনে থাকবে ৫৫০০ এমএএইচ ক্ষমতার “Qinghai Lake” ব্যাটারি। এর এনার্জি ডেনসিটি ৯১৭ ডব্লিউএইচ/এল, যা এই সেগমেন্টে বেশ চমকপ্রদ।
ক্যামেরার দিক থেকেও Pro Air মডেলে পাওয়া যাবে ১/১.৩ ইঞ্চি বড় প্রাইমারি সেন্সর, সঙ্গে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ফোনটির অফিসিয়াল স্টোর লিস্টিং থেকে এর র্যাম ও স্টোরেজ অপশন সম্পর্কেও জানা গেছে। এটি ১২ জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে কেনা যাবে। এটি মোট চারটি ভ্যারিয়েন্টে আসবে।
অন্যদিকে, Honor Magic 8 RSR Porsche Design মডেলের সঙ্গে একটি আলাদা ফটোগ্রাফি কিট দেওয়া হবে। এই কিটে থাকবে টেলিফটো এক্সটেন্ডার এবং ক্যামেরা গ্রিপ। এটি ২.৩৫এক্স টেলিকনভার্টারের সঙ্গে কাজ করতে পারবে এবং এতে CIPA ৬.৫ লেভেলের ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এই ট্রেন্ডটা আগে Vivo, Xiaomi আর Oppo-র ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে। Honor এবার সেই তালিকায় নিজের নাম জুড়তে চাইছে।
জানা গেছে, Honor Magic 8 RSR Porsche Design মডেলটি মুনস্টোন এবং স্লেট কালার অপশনে আসবে এবং এতে সর্বোচ্চ ২৪ জিবি র্যাম থাকবে। প্রসেসরের ক্ষেত্রে Magic 8 Pro Air মডেলে দেওয়া হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট, আর Porsche Design মডেলে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর।
দুটো ফোনই ১৯ জানুয়ারি চীনে লঞ্চ হবে। Pro Air মডেলটির বডি মাত্র ৬.১ মিমি পুরু এবং ওজন ১৫৫ গ্রাম হবে। এটি ফেয়ারি পার্পেল, লাইট অরেঞ্জ, ফিদার হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

